পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Sawan Somvar 2023: শ্রাবণের প্রথম সোমবারে শিবলিঙ্গে কোন সময়ে জল নিবেদন করবেন, জেনে নিন সময়সূচি - Shravan Sombar

শ্রাবণের সোমবার দেবাদিদেব মহাদেবকে পুজো করার বিশেষ দিন ৷ জ্যোতিষশাস্ত্রেও এই দিনের গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে ৷ এই দিন ভগবান শিবের মাথায় জল নিবেদনের আগে মাথায় রাখুন এই বিশেষ নিয়মগুলি ৷ সঙ্গে জেনে নিন কোন অমৃতক্ষণ ও মাহেন্দ্রক্ষণে জল নিবেদন করবেন ৷

Etv Bharat
সোমবার শিবলিঙ্গে কোন সময়ে জল নিবেদন করবেন, জেনে নিন সময়সূচী

By

Published : Jul 23, 2023, 10:31 PM IST

Updated : Jul 24, 2023, 9:16 AM IST

হায়দরাবাদ: দেবের দেব মহাদেব। এমন মহাশক্তিধর, অথচ অল্পেতেই তুষ্ট দেবতা ৷ সামান্য ফুল-বেলপাতা তাঁর মাথায় দিলেই তিনি ভক্তের ডাকে সাড়া দেন ৷ সকল মনোস্কামনা পূর্ণ করেন ৷ সোমবার মহাদেবকে উৎসর্গ করা হয় ৷ শাস্ত্র মতে শিবলিঙ্গে পবিত্র মনে জল অর্পণ করে, আচার-অনুষ্ঠানের সঙ্গে পুজো করলে ভক্তদের সকল ইচ্ছা পূরণ হয় ৷ এর জন্য শিবলিঙ্গে জল নিবেদনের সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় ৷ পাশাপাশি, বিশেষ কিছু সময় বা ক্ষণ-ও থাকে ৷ যে সময়ে জল নিবেদন আরও বেশি ফলপ্রসূ হয় ৷ তবে ভুল উপায়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে শিব ক্ষুব্ধ হতে পারেন।

শ্রাবণের সোমবার দেবাদিদেব মহাদেবকে পুজো করার বিশেষ দিন ৷ জ্যোতিষশাস্ত্রেও এই দিনের গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে ৷ বলা হয়, এই দিনে কিছু বিশেষ নিয়ম মেনে পুজো করলেই ভগবান শিব প্রসন্ন হন এবং ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন ৷ এমনকী, জীবনের সব রকম বাধা-বিপত্তিও কাটিয়ে দেন ৷ তাই এই দিন ভগবান শিবের মাথায় জল নিবেদনের আগে মাথায় রাখুন এই বিশেষ নিয়মগুলি ৷ সঙ্গে জেনে নিন কটা থেকে শুরু হচ্ছে অমৃত যোগ ও মাহেন্দ্র যোগ ৷ শেষই বা হচ্চে কটা নাগাদ ৷ শাস্ত্র মতে সোমবার সারাদিনই জল ঢালা যেতে পারে ৷ তবে বিশেষ যোগে শিবলিঙ্গে জল নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন বলে জানা যায় ৷

শিবলিঙ্গে জল নিবেদন

জল নিবেদনের জন্য কোন কোন সময় অমৃত যোগ ও মাহেন্দ্র যোগ থাকবে:

পঞ্জিকা মতে 24/07/21 সোমবার শ্রাবণ মাসের 7 তারিখ সূর্যদয় থেকে সকাল 6টা 58 মিনিট পর্যন্ত থাকছে অমৃত যোগ ৷ এই সময়ের মধ্যে আপনি শিবলিঙ্গে জল নিবেদন করতে পারেন৷

এরপর আবার অমৃত যোগ শুরু হচ্ছে বেলা 10টা 24 মিনিটে ৷ থাকছে 12টা 58 মিনিট পর্যন্ত

দুপুর 3টে 33 মিনিট থেকে শুরু হচ্ছে মাহেন্দ্রক্ষণ বা মাহেন্দ্র যোগ ৷ যা থাকবে বিকেল 5টা 24 মিনিট পর্যন্ত ৷ চেষ্টা করবেন এই সময়ের মধ্যে শিবলিঙ্গে জল নিবেদন করার ৷

শিবলিঙ্গে জল নিবেদনের নিয়ম:

শিবলিঙ্গে জল নিবেদনের সময় মনে রাখবেন আপনার মুখ যেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে হয় ৷ অর্থাৎ আপনি যখন জল ঢালবেন তখন আপনার মুখ থাকতে হবে পূর্ব দিক করে অথবা উত্তর দিক করে ৷ পশ্চিম দিকে মুখ করে জল নিবেদন করা উচিত নয় ৷ শিবের জলাভিষেকের ঠিক মতো হলে পূর্ণ ফল পাওয়া যায়। ভগবান শিব প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে।

প্রথম সোমবার শিবলিঙ্গে জল নিবেদনের সময়সূচী

শিবলিঙ্গে সর্বদা তামা বা পিতলের পাত্রে জল অর্পণ করা উচিতরুপোর পাত্র থেকে জল নিবেদন করাও শুভ। কিন্তু স্টিলের বাসন থেকে কখনই জল নিবেদন করা উচিত নয়। শাস্ত্রমতে, ইস্পাত বা লোহা শনি-রাহু দ্বারা প্রভাবিত হয়, যা অশুভ ফল দেয়।

মনে রাখবেন শিবলিঙ্গে জল নিবেদনের সময় একদম তাড়াতাড়ি করবেন না ৷ ধীরে ধীরে শিবলিঙ্গে জল নিবেদন করুন এবং মনে মনে জপ করতে থাকুন 'ওম নমঃ শিবায়'

আরও পড়ুন: জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা হাইকোর্টের, বাইরে থেকেই জল ঢালতে হবে শিবের মাথায়

Last Updated : Jul 24, 2023, 9:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details