হায়দরাবাদ: দেবের দেব মহাদেব। এমন মহাশক্তিধর, অথচ অল্পেতেই তুষ্ট দেবতা ৷ সামান্য ফুল-বেলপাতা তাঁর মাথায় দিলেই তিনি ভক্তের ডাকে সাড়া দেন ৷ সকল মনোস্কামনা পূর্ণ করেন ৷ সোমবার মহাদেবকে উৎসর্গ করা হয় ৷ শাস্ত্র মতে শিবলিঙ্গে পবিত্র মনে জল অর্পণ করে, আচার-অনুষ্ঠানের সঙ্গে পুজো করলে ভক্তদের সকল ইচ্ছা পূরণ হয় ৷ এর জন্য শিবলিঙ্গে জল নিবেদনের সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় ৷ পাশাপাশি, বিশেষ কিছু সময় বা ক্ষণ-ও থাকে ৷ যে সময়ে জল নিবেদন আরও বেশি ফলপ্রসূ হয় ৷ তবে ভুল উপায়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে শিব ক্ষুব্ধ হতে পারেন।
শ্রাবণের সোমবার দেবাদিদেব মহাদেবকে পুজো করার বিশেষ দিন ৷ জ্যোতিষশাস্ত্রেও এই দিনের গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে ৷ বলা হয়, এই দিনে কিছু বিশেষ নিয়ম মেনে পুজো করলেই ভগবান শিব প্রসন্ন হন এবং ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন ৷ এমনকী, জীবনের সব রকম বাধা-বিপত্তিও কাটিয়ে দেন ৷ তাই এই দিন ভগবান শিবের মাথায় জল নিবেদনের আগে মাথায় রাখুন এই বিশেষ নিয়মগুলি ৷ সঙ্গে জেনে নিন কটা থেকে শুরু হচ্ছে অমৃত যোগ ও মাহেন্দ্র যোগ ৷ শেষই বা হচ্চে কটা নাগাদ ৷ শাস্ত্র মতে সোমবার সারাদিনই জল ঢালা যেতে পারে ৷ তবে বিশেষ যোগে শিবলিঙ্গে জল নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন বলে জানা যায় ৷
জল নিবেদনের জন্য কোন কোন সময় অমৃত যোগ ও মাহেন্দ্র যোগ থাকবে:
পঞ্জিকা মতে 24/07/21 সোমবার শ্রাবণ মাসের 7 তারিখ সূর্যদয় থেকে সকাল 6টা 58 মিনিট পর্যন্ত থাকছে অমৃত যোগ ৷ এই সময়ের মধ্যে আপনি শিবলিঙ্গে জল নিবেদন করতে পারেন৷
এরপর আবার অমৃত যোগ শুরু হচ্ছে বেলা 10টা 24 মিনিটে ৷ থাকছে 12টা 58 মিনিট পর্যন্ত ৷