পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Sindur Khela in Durga Puja: লাল-সাদা শাড়ির সঙ্গে সিঁদুর খেলা, উমার বিদায়বেলায় বাংলার এই রেওয়াজের নেপথ্যে কী ? - Red White Saree

দুর্গাপুজো হল অশুভের বিরুদ্ধে বিজয়ের উৎসব ৷ এই পুজোর সঙ্গেই আসে সিঁদুর খেলার সুন্দর আচার ৷ বাঙালি বিবাহিত মহিলারা বিজয়া দশমীতে দেবীর বিসর্জনের দিন সকলে মিলে এই রেওয়াজ পালন করে থাকেন ৷ লাল রং এই শুভ উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ৷ এটি নারীত্ব, প্রেম, আকাঙ্খা ও আবেগের প্রতীক ৷ জানুন কেন সিঁদুর খেলা হয় দেবীকে বিসর্জনের আগে ৷

Etv Bharat
দুর্গাপুজোয় সিঁদুরখেলা

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 7:30 AM IST

Updated : Oct 24, 2023, 8:41 AM IST

হায়দরাবাদ: বাঙালির শ্রেষ্ঠ উৎসব উদযাপন শুরু হয়ে গিয়েছে ৷ ধুনুচি নাচ থেকে লাল পাড় সাদা শাড়ি, দুর্গাপুজোকে ঘিরে এই দু'টি জিনিস সারা দেশে জনপ্রিয় ৷ এছাড়াও আরেকটি বিখ্যাত জিনিস রয়েছে পুজোকে ঘিরে ৷ আর তা হল দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন মহিলাদের সিঁদুর খেলার রীতি ৷ এই রেওয়াজ বিবাহিত মহিলারা একে অপরের সঙ্গে পালন করে থাকেন ৷ বরণ করে দেবীমূর্তিতে সিঁদুর দেওয়ার পর নিজেরাও সিঁদুর খেলায় মেতে ওঠেন ৷ বাংলায় এই অনুষ্ঠান দেবীবরণ নামেও পরিচিত ৷ প্রতিমা বিসর্জনের ঠিক আগে এই রীতি পালন করা হয় ৷ দশমীতে এই সিঁদুর খেলা ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ ৷ এটি বিবাহিত মহিলাদের নারীত্ব, আবেগ ও ভালোবাসার প্রতীক ৷ লাল রং শক্তির পরিচায়ক ৷ আর তা বিবাহিত নারীর প্রতীক

কেন বিবাহিত মহিলারাই একমাত্র অংশ নেন সিঁদুরখেলায় ?

বহু যুগ ধরে চলে আসছে সিঁদুর খেলার এই প্রথা ৷ বিবাহিত মহিলাদের বিশ্বাস, এই রেওয়াজ পালন করলে সিঁথির সিঁদুর অক্ষয় হয় ৷ আর যেহেতু বাংলায় বিবাহিত মহিলারাই একমাত্র সিঁদুর পরেন তাই এই রীতি তাঁরাই পালন করে থাকেন ৷

প্রতি বছর বিজয়া দশমীতে দেবী দুর্গা তাঁর স্বামীর কাছে কৈলাস পর্বতে শ্বশুরবাড়িতে ফিরে যান বলে বিশ্বাস ৷ মাকে বিদায় জানানোর আগে সিঁদুর খেলেন বিবাহিত নারীরা ৷ মনে করা হয়, যখন একজন বিবাহিত বাঙালি মহিলা বাপের বাড়ি যায় তখন বাড়ির লোক নাচ, গান ও বিভিন্ন নৈবেদ্য দিয়ে আনন্দের সঙ্গে তাকে আমন্ত্রণ জানায় ৷ যখন সে ফের শ্বশুরবাড়ি চলে যায় তখন তাকে মিষ্টিমুখ করিয়ে সিঁথিতে সিঁদুর ও পায়ে আলতা পরিয়ে বিদায় জানান বাড়ির বিবাহিত মহিলারা ৷ তেমনই দেবী দুর্গাকে নিজেদের বাড়ির মেয়ে হিসেবে ভেবেই এই রেওয়াজ পালিত হয়ে আসছে ৷

এই সিঁদুর খেলার সময় বিবাহিত মহিলারা অন্যান্য মহিলাদের সিঁথিতে, কপালে, গালে ও নাকে সিঁদুর লাগান ৷ যদিও অনুষ্ঠানটি আনন্দের তবুও পিছনের অনুভূতিটি বেদনাদায়ক ৷ মেয়েকে নিজের বাড়ি থেকে শ্বশুরবাড়ি পাঠানোর দুঃখ ৷ বাংলা ছাড়াও ওড়িশা, অসম, বিহার ও ঝাড়খণ্ডেও এই উৎসব পালিত হয় ৷

বাঙালি নারীদের জীবনে লাল-সাদা শাড়ির গুরুত্ব

বেশ কিছু অনুষ্ঠানে বাঙালি মহিলাদের লাল পাড় সাদা শাড়ি পড়তে দেখা যায় ৷ বাঙালি নারীদের কাছে এই শাড়ির অনেক গুরুত্ব ৷ শাড়ির সাদা রঙ বিশুদ্ধতা এবং লাল উর্বরতা, প্রেম এবং আবেগের প্রতীক ৷ বিয়ে হওয়ার পর বাঙালি মহিলারা স্বামীর মঙ্গল কামনায় লাল পলা ও সাদা শাঁখা পরেন ৷ এটি বিবাহিত মহিলাদের প্রতীক বলে মনে করা হয় ৷

আরও পড়ুন : শাড়ি পরে পুরুষদের বরণ, 229 বছরের তেঁতুলতলার পুজোয় উপচে পড়ছে ভিড়

Last Updated : Oct 24, 2023, 8:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details