হায়দরাবাদ: বাঙালির শ্রেষ্ঠ উৎসব উদযাপন শুরু হয়ে গিয়েছে ৷ ধুনুচি নাচ থেকে লাল পাড় সাদা শাড়ি, দুর্গাপুজোকে ঘিরে এই দু'টি জিনিস সারা দেশে জনপ্রিয় ৷ এছাড়াও আরেকটি বিখ্যাত জিনিস রয়েছে পুজোকে ঘিরে ৷ আর তা হল দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন মহিলাদের সিঁদুর খেলার রীতি ৷ এই রেওয়াজ বিবাহিত মহিলারা একে অপরের সঙ্গে পালন করে থাকেন ৷ বরণ করে দেবীমূর্তিতে সিঁদুর দেওয়ার পর নিজেরাও সিঁদুর খেলায় মেতে ওঠেন ৷ বাংলায় এই অনুষ্ঠান দেবীবরণ নামেও পরিচিত ৷ প্রতিমা বিসর্জনের ঠিক আগে এই রীতি পালন করা হয় ৷ দশমীতে এই সিঁদুর খেলা ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ ৷ এটি বিবাহিত মহিলাদের নারীত্ব, আবেগ ও ভালোবাসার প্রতীক ৷ লাল রং শক্তির পরিচায়ক ৷ আর তা বিবাহিত নারীর প্রতীক
কেন বিবাহিত মহিলারাই একমাত্র অংশ নেন সিঁদুরখেলায় ?
বহু যুগ ধরে চলে আসছে সিঁদুর খেলার এই প্রথা ৷ বিবাহিত মহিলাদের বিশ্বাস, এই রেওয়াজ পালন করলে সিঁথির সিঁদুর অক্ষয় হয় ৷ আর যেহেতু বাংলায় বিবাহিত মহিলারাই একমাত্র সিঁদুর পরেন তাই এই রীতি তাঁরাই পালন করে থাকেন ৷
প্রতি বছর বিজয়া দশমীতে দেবী দুর্গা তাঁর স্বামীর কাছে কৈলাস পর্বতে শ্বশুরবাড়িতে ফিরে যান বলে বিশ্বাস ৷ মাকে বিদায় জানানোর আগে সিঁদুর খেলেন বিবাহিত নারীরা ৷ মনে করা হয়, যখন একজন বিবাহিত বাঙালি মহিলা বাপের বাড়ি যায় তখন বাড়ির লোক নাচ, গান ও বিভিন্ন নৈবেদ্য দিয়ে আনন্দের সঙ্গে তাকে আমন্ত্রণ জানায় ৷ যখন সে ফের শ্বশুরবাড়ি চলে যায় তখন তাকে মিষ্টিমুখ করিয়ে সিঁথিতে সিঁদুর ও পায়ে আলতা পরিয়ে বিদায় জানান বাড়ির বিবাহিত মহিলারা ৷ তেমনই দেবী দুর্গাকে নিজেদের বাড়ির মেয়ে হিসেবে ভেবেই এই রেওয়াজ পালিত হয়ে আসছে ৷