হায়দরাবাদ: হাসির মত সুন্দর এই পৃথিবীতে আর কিছু হয় না ৷ হাসি শরীর মন সুস্থ রাখে ৷ হাসি চারপাশের সমস্ত বিশাদ মুছে দিতে পারে এক লহমায় । আজকাল তো চিকিৎসকরাও বলেন, 'হাসিখুশি চেয়ে ভালো ওষুধ আর হয় না । কারণ এটি হৃদয়কেও সুস্থ রাখে ৷ আজ বিশ্ব হাসি দিবস ৷ প্রতিবছর অক্টোবর মাসের প্রথম শুক্রবার এই দিবস পালন করা হয় ৷
বিশ্ব হাসি দিবসের ইতিহাস
গত শতকের মাঝামাঝি আমেরিকার শিল্পী হার্ভে বল বিখ্যাত হয়েছিলেন সারা বিশ্বে । তাঁর তৈরি হাসির ইমোজিই ছিল সেই খ্যাতির কারণ । বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে এমন অনেক ইমোজি আমরা ব্যবহার করি । সারা বিশ্বে সুপরিচিত হার্ভে বল, ওরচেস্টার, ম্যাসাচুসেটসের একজন বাণিজ্যিক শিল্পী 1963 সালে হাস্যোজ্জ্বল মুখটি তৈরি করেছিলেন । সেই চিত্রটি গ্রহের শুভ ইচ্ছা এবং ভালো উল্লাসের সবচেয়ে স্বীকৃত প্রতীক হয়ে ওঠে ।
তিনি ঘোষণা করেন যে প্রতি বছর অক্টোবরের প্রথম শুক্রবারটি হবে বিশ্ব হাসি দিবস । 1999 সালে অনুষ্ঠিত সেই প্রথম বিশ্ব স্মাইল দিবসের পর থেকে এটি প্রতি বছর স্মাইলির নিজ শহর ওরচেস্টার এমএ এবং সারা বিশ্বে অব্যাহত রয়েছে ।
হার্ভে 2001 সালে মারা যাওয়ার পর, হার্ভে বল ওয়ার্ল্ড স্মাইল ফাউন্ডেশন তার নাম এবং স্মৃতিকে সম্মান জানাতে তৈরি করা হয়েছিল । ফাউন্ডেশন প্রতি বছর ওয়ার্ল্ড স্মাইল ডের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে চলেছে ।
বিশ্ব হাসি দিবসের এই বছরের থিম