ইলুরু, 16 ডিসেম্বর: আপনি হয়তো জানবেন জুম্বা কী ? জুম্বা হল একধরনের ফিটনেস সঠিক রাখার ডান্স যা শুরু করেছিলেন এক কলোম্বিয়ান ডান্সার ৷ এটি মূলত শরীরচর্চার এক অনবদ্য উপায় ৷ যা আপনি যুগলবন্দিতেও করতেও পারবেন ৷ কেউ যদি নিয়মিত এই শরীরচর্চাটি করেন তাহলে অনেক ধরনের শারীরিক উপকারও পাওয়া যায় । (Health Benefits of Zumba Dance)
এমনটা কার না জানা আছে যে শরীর ও মন ভালো রাখতে শরীরচর্চার কোনও বিকল্প নেই । তাই আমরা নিয়মিত কোনও ব্যায়াম করার চেষ্টা করে থাকি । কেউ করে জিমিং, তো কেউ ভরসা রাখেন শরীরচর্চায় ৷ যেমন সকালে হাঁটা বা দৌড়নো । ছোট থেকে বড় সকলেই জুম্বা ডান্সের মাধ্যমে শরীরচর্চা করতে পারেন । বিদেশী গানের তালে এই ধরনের ফিটনেস নাচের ফলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে । মন খুশি থাকার সঙ্গে পাওয়া যায় মনের পজিটিভিটি । এই নাচের চল ছড়িয়ে পড়ছে দেশ থেকে বিদেশে ৷
গান শোনা এবং সুন্দর পরিবেশে জুম্বা নাচের সঙ্গে ওজন কমছে এবং শরীরের গঠন ও স্বাস্থ্য ভালো হচ্ছে । কেউ কেউ চাপ কাটিয়ে ওঠেন । জুম্বা ডান্স হল একটি গানে তাল মেলানো এবং যে কোনও ব্যায়াম করা । বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে শহরের বিভিন্ন প্রান্তে । এতে ওজন কমে এবং মানসিক প্রশান্তি আসে ৷
এই ওয়ার্ক আউট শুধু ফিটনেসের জন্য না । এটি এক প্রকার মজার-অ্যাক্টিভিটিও প্রদান করে । তাই ছোটরাও এটি করতে মজা পায় । জুম্বার ডান্স দিয়ে সকাল স্বাস্থ্যকর করে তুলুন এবং সারা দিন নিজেকে উদ্যমী রখুন । আয়োজকরা বলছেন, এই ডান্সে জয়েন্টে ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে ৷