হায়দরাবাদ: মানুষ সুস্থ থাকার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করে থাকে । কিছু মানুষ শরীরচর্চা করে নিজেকে ফিট রাখে ৷ আবার কেউ তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে নিজেকে সুস্থ করে তোলে । বিশেষ করে শীতকালে অনেক খাবার ও পানীয়ের বিকল্প পাওয়া যায় । এই ঋতুতে মানুষ অনেক খাবারকে তাদের রোজকার ডায়েটে জায়গা দেয় । চিয়া বীজ এগুলোর মধ্যে একটি, যা খেলে অনেক উপকার পাওয়া যায় ।
চিয়া বীজ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী । বিশেষ করে শীতকালে এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী । আপনি যদি এর উপকারিতা সম্পর্কে খুব বেশি কিছু না জানেন তাহলে জেনে নিন, চিয়া বীজের উপকারিতাগুলি ।
ফ্রি-র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক:চিয়া বীজে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা আপনার শরীরের ফ্রি-র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে । এই ফ্রি ব়্যাডিক্যালগুলি অক্সিডেটিভ স্ট্রেস এবং কোষের ক্ষতি করে ।
পুষ্টিগুণ সমৃদ্ধ:প্রচুর পরিমাণে পুষ্টির কারণে চিয়া বীজের অত্যন্ত উপকারী। এটি ফাইবার, প্রোটিন, ওমেগা -3 ফ্যাটি অ্যাসিডের মতো বিভিন্ন পুষ্টিতে সমৃদ্ধ ৷ যা আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী ।
হার্টের স্বাস্থ্য উন্নত করে:চিয়া বীজে রয়েছে কোয়ারসেটিন, যা এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট । এই অ্যান্টি-অক্সিডেন্ট হৃদরোগের সম্ভাবনা কমাতে পারে ।