হায়দরাবাদ: বাদাম শরীরের জন্য খুবই উপকারী । এছাড়াও বাদাম তেলের অনেক গুণ রয়েছে যা সৌন্দর্যের জন্য ভালো । এতে থাকা ভিটামিন ই, মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, পটাশিয়াম, জিঙ্ক ইত্যাদি পুষ্টিগুণ সৌন্দর্য বাড়ায় । জেনে নিন, বাদাম তেলের সৌন্দর্যের উপকারিতা ৷
চুলের ডগা ফেটে যাওয়া এবং চুলের শুষ্কতার মতো সমস্যা কিছু মানুষকে বিরক্ত করে । এক্ষেত্রে বাদাম তেল, ক্যাস্টর অয়েল এবং অলিভ অয়েল সমান অংশে মিশিয়ে নিন । সপ্তাহে অন্তত দু'বার এটি লাগালে আপনার চুল সুস্থ হয়ে উঠবে ৷
স্নানের আগে শরীরে বাদাম তেল লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন । এর পুষ্টিগুণ ত্বককে ময়েশ্চারাইজ করে ৷
চোখের নীচের কালো দাগ কি আপনাকে বিরক্ত করছে ?
তবে রাতে ঘুমানোর আগে চোখের নীচে কয়েক ফোঁটা বাদাম তেল লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন । আপনি যদি প্রতিদিন এটি করেন তবে পরিবর্তন দেখতে পাবেন ৷
আরও পড়ুন:কোলেস্টেরল কমানো থেকে হজমশক্তি ঠিক রাখা, কারিপাতায় কমবে মানসিক চাপও