হায়দরাবাদ:ত্বকের কালো দাগ দেখতে খারাপ লাগে ৷ মুখের সৌন্দর্য্য বজায় রাখতে হলে প্রয়োজন ত্বকের যত্নের । ত্বককে সুন্দর রাখতে কাজে লাগান ঘরোয়া পদ্ধতিকে ৷ তবে ত্বকের দাগ-ছোপের সমস্যায় অনেকেই ভোগেন । এই সমস্যার সমাধান পেতে অনেকে পার্লারে গিয়ে বা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করান ৷ তবে টাকা খরচ না-করে বাড়িতেই এই সমস্যার সমাধান করুন (Skin Care) ৷ জেনে নিন এই সমস্যার সমাধান:
ব্রণর দাগ দূর করতে: পাকা কলার পেস্ট ত্বকের দাগ দূর করতে খুব কার্যকর । সে ক্ষেত্রে পাকা কলা চটকে পেস্ট বানিয়ে মুখে লাগাতে পারেন । তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন ৷
চন্দনের গুঁড়ো ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে লাগিয়ে নিন ৷ তারপর মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, খুব দ্রুত উপকার পাবেন ।
ব্রণর দাগের জন্য মধু ভীষণ উপকারী ৷ তাই দাগের জন্য মধু ব্যবহার করতে পারেন ৷
ব্রণর জেদি দাগ দূর করতে দারুন কাজ দেয় টমেটো । টমোটোর রস মুখে লাগিয়ে 10-15 মিনিট পরে ধুয়ে ফেলুন, এতেও উপকার পাবেন ।