প্রতিদিন আমাদের জীবনে চুলের যত্ন নেওয়া একটা প্রধান কাজ । কিন্তু যারা প্রতিনিয়ত কাজে বের হন তাদের প্রতিদিন চুলের যত্ন নেওয়া সম্ভব হয়ে ওঠে না । ঘন কালো সুন্দর চুল কে না চায় ? তবে সারাদিন অফিস এবং অন্যান্য কাজের চাপে চুলের যত্ন নেওয়াটা কঠিন হয়ে পড়ে । কিন্তু ত্বকের সঙ্গে সঙ্গে চুলের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি (Hair Care Some Tips)। তাই চুলের যত্ন না নিলে অনেকরকম সমস্যার সৃষ্টি হয় ।
চুল পড়ার মধ্যেও অনেকেই পাকা চুলের সমস্যায় ভোগেন ৷ পাকা চুল কালো করার জন্য অনেক ধরনের রাসায়নিক দ্রব্যও ব্যবহার হয়ে থাকে ৷ যা চুলের ব্যাপক ক্ষতি করে ৷ চুলের ক্ষতি থেকে বাঁচতে এই ধরনের রাসায়নিক দ্রব্য এড়িয়ে যাওয়াই ভালো ৷ এইসব দ্রব্যের থেকে কিছু প্রকৃতিক দ্রব্য ব্যবহার করা ভালো(Hair Care Tips) ৷ তবে চুলের যত্ন নেওয়ার সবচেয়ে ভালো সময় হল রাত্রিবেলা । রাতে ঘুমের আগে চুলের জন্য কীভাবে যত্ন নেবেন, তা জেনে নেওয়া যাক ।
1) তেল বা সিরাম ব্যবহার করা (Use Oil):চুলের যত্ন নেওয়ার গুরুত্বপূর্ণ কার্যকরী উপায় হল তেল বা সিরাম ব্যবহার করা । তেল চুলের জন্য ময়েশ্চারাইজিংয়ের কাজ করে । রাতে ঘুমোনোর আগে আপনার পছন্দ যে কোনও তেল ব্যবহার করতে পারেন । পরের দিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন । রাতে তেল দিয়ে ঘুমালে চুল চকচকে ও মজবুত হয় ।