হায়দরাবাদ: শিশুরা যখন স্কুলে যেতে শুরু করে, তখন অভিভাবকদেরও অনেক কষ্ট করতে হয় । শিশু যাতে দ্রুত স্কুলে মানিয়ে নিতে পারে তা নিশ্চিত করা পিতামাতার বড় দায়িত্ব । ভর্তির আগে শিশুদের পাশাপাশি অভিভাবকরাও সেখানকার পরিবেশ নিয়ে বেশ চিন্তিত । এমতাবস্থায় শিশুকে নতুন স্কুলে স্থানান্তর করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত । তাহলে জেনে নিন কীভাবে শিশুকে স্কুলে মানিয়ে নেওয়ার জন্য তৈরি করবেন ।
কীভাবে শিশুকে নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত করবেন ?
শিশুকে স্কুলে নিয়ে যাওয়ার সময় সেখানকার মানুষজনের সঙ্গে যোগাযোগ করুন । পাশাপাশি আপনি নিজে স্কুলে সন্তানের সঙ্গে কিছু সময় কাটান । এর ফলে নতুন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে ।
আরও পড়ুন:ভিটামিন ডি প্রতিদিন গ্রহণ করলে ক্যানসারের ঝুঁকি 12 শতাংশ কমতে পারে
স্কুলটি পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করুন
শিশুর ভর্তির আগে স্কুলটি নিয়ে গবেষণা করাও প্রয়োজন । এই জন্য প্রথমে কয়েকটি সম্ভাব্য বিদ্যালয়ের তালিকা তৈরি করুন । এরপর সেখানকার সুযোগ-সুবিধা, কর্মচারীদের যোগ্যতা ও স্বীকৃতর মতো বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিন । এছাড়াও আপনি সেখানকার পরিবেশ সম্পর্কে জানতে কর্মীদেরও সঙ্গে কথা বলতে পারেন ।