হায়দরাবাদ : এপ্রিলের শুরু থেকে ভারতে কয়েকটি ব্যতিক্রম ছাড়া মোটের উপর নিয়ন্ত্রণেই ছিল কোভিড ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা কম বেশি ছিল 1000 বা তার আশেপাশে ৷ এরই মাঝে সোমবার হঠাৎই কোভিড কেস বেড়ে গিয়ে পৌঁছেছে 2,183-তে ৷ যা এ মাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ মঙ্গলবারের এই বৃদ্ধির হার 90 শতাংশ ৷ কোচির অমৃতা হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ দীপু টিএস-এর মতে, এই বৃদ্ধির কারণ হল কোভিডের ওমিক্রন স্ট্রেনের BA.2 উপ-ভ্যারিয়েন্ট । ইতিমধ্য়েই চিন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে সংক্রমিতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে (Fourth Covid Wave in India ) ৷
ডাঃ দীপু টিএস বলেন, "গত তিনদিনে, বিশেষ করে বড় মেট্রোপলিটান শহরগুলিতে আমরা সংক্রমিতের সংখ্যায় বড় বৃদ্ধি দেখতে পাচ্ছি । এটা পরবর্তী ঢেউয়ের সূচনার ইঙ্গিত হতে পারে । মহামারির বিভিন্ন গাণিতিক মডেল ইতিমধ্যেই মে জুন মাসে সম্ভাব্য বৃদ্ধি সম্পর্কে আমাদের সতর্ক করেছে । আমার দৃঢ় বিশ্বাস সবচেয়ে খারাপ সময়টা শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তী তরঙ্গটি অবশ্যম্ভাবী হলেও তীব্রতা এবং মাত্রায় হালকা হবে ৷ তাই আতঙ্কের চেয়ে প্রতিরোধের মূল বিষয়গুলি নিয়ে সতর্ক হলেই সবচেয়ে ভাল হবে ৷"
কোভিড কেসের সংখ্য়া বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই বৃদ্ধি মোটেই সম্পূর্ণ অযৌক্তিক নয় ৷ কারণ স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে এবং মাস্ক পরার নিয়মও তুলে দেওয়া হয়েছে অনেক জায়গায় ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ সম্প্রতি মহারাষ্ট্র, কেরালা, মিজোরাম, দিল্লি এবং হরিয়ানা সরকারকে চিঠিও লিখেছেন ৷ যে রাজ্যগুলি বৃদ্ধি হয়েছে তাদের সতর্ক থাকতে, নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং এই উদ্বেগের এলাকাগুলিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য় নির্দেশ দেওয়া হয়েছে ৷