হায়দরাবাদ: 12 অগস্ট 1999, প্রথম উদযাপিত হয়েছিল আন্তর্জাতিক যুব দিবস । আন্তর্জাতিক যুব দিবসটি রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সুপারিশের পরে প্রথম পালিত হয়েছিল । যুব দিবসের মূল উদ্দেশ্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যুবকদের অংশগ্রহণ করা এবং মতামতের নেওয়ার মাধ্যমে আলোচনার পথ প্রশস্ত করা ।
1965 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ যুবসমাজে শান্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক বোঝাপড়ার আদর্শ প্রচারের একটি কাজ শুরু করে । 1999 এর 17 ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ সুপারিশের উপর আন্তর্জাতিক যুব কনভেনশন প্রতিষ্ঠিত হয় ।
সেই থেকে, 12 অগস্ট আন্তর্জাতিক যুব দিবস হিসাবে পালিত হয় ৷ বিশেষজ্ঞদের মত, সমাজকে শিক্ষিত করতে, রাজনৈতিক খাতে যুবকদের সংগঠিত করতে এবং বিশ্বব্যাপী সমস্যাগুলি মোকাবিলার জন্য এই দিবস পালন করা হয় ।
প্রতি বছর রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক যুব দিবসের জন্য একটি থিম নির্বাচন করে । এই থিমের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন স্থানে এই দিবসের উদ্দেশ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় । আন্তর্জাতিক যুব দিবস 2023-এর আনুষ্ঠানিকভাবে DESA ইউএন গ্লোবাল ইনিশিয়েটিভ অন ডিসেন্ট জবস ফর ইয়ুথ অ্যান্ড জেনারেশন আনলিমিটেডের সহযোগিতায় একটি গ্লোবাল ওয়েবিনারের আয়োজন করা হয় ।
বর্তমান যুগে সোশাল মিডিয়া তরুণদের জন্য শুধু বন্ধুত্ব বা টাইম পাসের মাধ্যম নয় ৷ তারা এটিকে তথ্যের জন্যও ব্যবহার করে । সম্পর্কের ক্ষেত্রে, সে তার বন্ধুদের গুরুত্ব দিলেও অভিভাবকদের সঙ্গে বেশি সংযুক্ত থাকে । তাই যুব সমাজ অনেক বদলে যাচ্ছে । আজ যুব দিবস উপলক্ষ্যে জেনে নিন এই বিষয়ে ।