পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Health Tips: আনন্দে ভরে উঠবে যৌন মিলনের মুহূর্ত, মাথায় রাখুন এই সমস্ত টিপস - Important Sex Tips

যৌন মিলনের সময় শুধু শারীরিক পদ্ধতি নয় নিজেদের মধ্যে গভীর সম্পর্কও স্থাপন করা দরকার । মাথায় রাখুন কিছু দরকারি টিপস (Tips for a healthy Sexual life)।

Sex Tips News
আপনার যৌন মিলন হবে আনন্দময়

By

Published : Sep 10, 2022, 4:57 PM IST

হায়দরাবাদ: যৌনতা নিয়ে বেশিরভাগ মানুষ কথা বলতে এখনও ইতস্তত বোধ করেন । পুরুষরা সবসময় তাঁদের পার্টনারদের যৌন মিলনের সময় চরম সুখ দেওয়ার কথা ভাবেন । তবে এটি খুব একটা সহজ কাজ নয় । বিশেষ করে যদি তাঁরা তাঁদের পার্টনারদের সঙ্গে সঠিক কথোপকথন না করেন (Important Sex Tips)। তাই যৌন মিলনের সময় শুধু শারীরিক পদ্ধতি নয় নিজেদের মধ্যে গভীর সম্পর্কও স্থাপন করা দরকার । অনেকেই তাঁদের সঙ্গীর পারফরম্যান্স নিয়ে সমস্যার মুখোমুখি হন ৷ তাই সঙ্গমের আনন্দ উপভোগ করার জন্য এখানে কিছু টিপস রইল ।

আপনার যৌনমিলন আনন্দময় করে তুলতে মেনে চলুন কয়েকটি টিপস ৷

1) মহিলারা যেমন পুরুষদের কিছু অঙ্গের প্রতি আকৃষ্ট হন, তেমনই পুরুষরাও মহিলাদের নির্দিষ্ট কিছু অঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন । মহিলাদের শরীর এমনিতেই পুরুষদের আকর্ষণ করে । সেই বিষয়টিকেও মাথায় রাখতে পারেন । তাহলে আপনি এবং এবং আপনার সঙ্গী দু'জনেই উত্তেজনা অনুভলব করবেন ৷

আরও পড়ুন : দ্য মা হওয়া সঙ্গীর সঙ্গে যৌনমিলনে কী কী অসুবিধা হতে পারে ! জানুন

2) সম্পর্ক মানেই একে অন্যের প্রতি আকর্ষণ । আর এই আকর্ষণ যত তীব্র হয়, সম্পর্কের ভিতও ততটাই মজবুত হয় । তবে মনে রাখতে হবে আকর্ষণ মানেই কিন্তু শুধুমাত্র যৌনসঙ্গম নয় । একে অপরকে স্পর্শের মাধ্যমেও উপভোগ করা যায় আকর্ষণ । স্পর্শ যত বাড়বে আপনি এবং আপনার সঙ্গীর সঙ্গমের ইচ্ছা বাড়বে ৷

3) আপনি কোথায় মিলনে লিপ্ত হবেন তাও গুরুত্বপূর্ণ । প্রথম সঙ্গমের ক্ষেত্রে এমন জায়গা বেছে নিন যেখানে আরাম এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন । কারণ জায়গা যদি ঠিক না থাকে আপনি বা আপনার সঙ্গী কেউই তৃপ্তবোধ করবেন না ৷ তাই তৃপ্তির জন্য অবশ্যই সুন্দর জায়গা নিন ৷

ABOUT THE AUTHOR

...view details