হায়দরাবাদ: আজকাল মানুষ তৈলাক্ত খাবার বেশি খেতে পছন্দ করেন ৷ তবে এর ফলে অনেক স্বাস্থ্য সমস্যা হতে পারে । এগুলির মধ্যে চর্বির পরিমাণ বেশি । এই খাবারগুলি নিয়মিত খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে ।
শরীরে দু’ধরনের কোলেস্টেরল পাওয়া যায় ৷ ভালো কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল । ভালো কোলেস্টেরল আমাদের অনেক রোগ থেকে রক্ষা করে যেখানে খারাপ কোলেস্টেরল অনেক বিপজ্জনক রোগের কারণ হতে পারে । এমন পরিস্থিতিতে, আপনার খাদ্যতালিকায় কিছু পানীয় অন্তর্ভুক্ত করে খারাপ কোলেস্টেরল কমাতে পারেন ।
গ্রিন টি: গ্রিন টি অ্যান্টি-অক্সিডেন্ট গুণে ভরপুর । এতে উপস্থিত ক্যাটেচিন খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক । নিয়মিত গ্রিন টি পান করলে ওজন কমবে এবং শরীরে এলডিএল-এর পরিমাণও কমতে পারে ।
আরও পড়ুন:স্বাস্থ্যকর খাবারে সমান অধিকার, জাতীয় পুষ্টি সপ্তাহে নিন অঙ্গীকার
টমেটো রস: যাদের খারাপ কোলেস্টেরলের সমস্যা আছে তাদের জন্য টমেটোর রস খুবই উপকারী প্রমাণিত হতে পারে । টমেটোতে লাইকোপেন নামক একটি যৌগ থাকে যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ।