নয়া দিল্লি : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-র গবেষকরা করোনা ভাইরাসের 'ফাংশনাল প্রোটিন রিজিয়ন'-এর আণবিক গঠনটি সামনে এনেছেন ৷ তাঁদের আশা এর ফলে আগামীতে ওষুধ অনুসন্ধানের ক্ষেত্রে প্রভূত সাহায্য পাবেন বিজ্ঞানীরা ৷ এই বিশেষজ্ঞ দলটি সংক্রমণের জন্য দায়ী গুরুত্বপূর্ণ একটি স্পাইক প্রোটিনের একটি অংশের কাঠামো খুঁজে বের করতে সক্ষম হয়েছে (IIT Mandi Research on Spike Protein)৷ সম্প্রতি এই গবেষণাটি প্রকাশিত হয়েছে 'ভাইরোলজি' নামক একটি জার্নালে ৷
কর্মকর্তাদের মতে, সার্স কোভ-2-এর নামের কারণই হল এর পৃষ্ঠভাগে বেশ কিছু স্পাইক রয়েছে ৷ যা অনেকটা একটা মুকুটের মত চেহারা নেয় ৷ হোস্ট কোষগুলিতে এই ভাইরাসগুলির অনুপ্রবেশের জন্যও দায়ী সেই প্রোটিনগুলিই, যারা স্পাইক তৈরি করে ৷ ভাইরাসের সংক্রামকতায় স্পাইক প্রোটিনের এই গুরুত্বের কারণেই বিশ্বজুড়ে এর আণবিক কাঠামোর ওপর এত আলোচনা চলছে ৷
এখন এটা জানা গিয়েছে যে স্পাইক প্রোটিন এমন একটি অংশ নিয়ে গঠিত, যা ভাইরাসের প্রধান শরীরের (এক্সট্রাভিরিয়ন) বাইরে থাকে ৷ যা ইক্টোডোমেন নামে পরিচিত ৷ এটি এমন একটি ভাগ যার একটি অংশ ভাইরাসের মেমব্রেনকে অতিক্রম করে এবং আরেকটি অংশ ভাইরাল স্ট্রাকচারের ভিতরে থাকে ৷ যা এন্ডোডোমেন নামে পরিচিত ৷