ওয়াশিংটন, 13 মার্চ: টাইপ 2 ডায়বেটিসের চিকিৎসার জন্য যে ইনজেকশন ব্যবহার করা হয়, সেই ওষুধেই মিলতে পারে এক বিশেষ ধরনের মাথাব্যথা থেকে মুক্তি ! এই বিশেষ ধরনের মাথাব্যথার পোশাকি নাম হল, 'ইডিয়োপ্যাথিক ইনট্রাক্র্যানিয়াল হাইপারটেনসন' (Idiopathic Intracranial Hypertension) ৷ সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, টাইপ 2 ডায়বেটিসের চিকিৎসার জন্য রোগীর শরীরে ইনজেকশনের মাধ্যমে যে পেপটাইড ঢোকানো হয় (Injectable Peptide used to treat Type2 Diabetes), তার সাহায্যেই ইডিয়োপ্যাথিক ইনট্রাক্র্যানিয়াল হাইপারটেনসনের চিকিৎসা সম্ভব ৷ এই গবেষণা সক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে 'ব্রেন' নামক একটি পত্রিকায় ৷ তাতে জানানো হয়েছে, ইডিয়োপ্যাথিক ইনট্রাক্র্যানিয়াল হাইপারটেনসন বা আইআইএইচের মোকাবিলার সম্ভাব্য অস্ত্র হয়ে উঠতে পারে (Possible Treatment of IIH), এমন একটি ওষুধের দ্বিতীয় দফার ট্রায়াল শুরু হয়ে গিয়েছে ৷
এই ট্রায়ালটির নেতৃত্বে রয়েছেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট হাসপাতালের একদল স্নায়ু বিশেষজ্ঞ ৷ তাঁদের দাবি, আইআইএইচে (IIH) আক্রান্ত সাতজন রোগীর উপর বিশেষ ধরনের পরীক্ষা চালানো হয়েছে ৷ টাইপ2 ডায়বেটিসের জন্য নির্ধারিত ওষুধ নির্দিষ্ট সময় অন্তর ইনজেকশনের মাধ্যমে তাঁদের শরীরে ঢোকানো হয়েছে ৷ এর ফলে তাঁদের মস্তিষ্কে তৈরি হওয়া চাপ আগের তুলনায় অনেকটাই কমছে ৷ ফলত, মাথাব্যথা থেকেও কিছুটা রেহাই পাচ্ছেন তাঁরা ৷ শুধু তাই নয় ৷ ওষুধ নেওয়ার পর সময় যত এগিয়েছে, মাথাব্যথা তত কমেছে আইআইএইচ আক্রান্তদের ৷