হায়দরাবাদ:চুলের ভালো বৃদ্ধির জন্য তাদের বিশেষ যত্ন খুবই জরুরি । আজকাল জীবনযাত্রার অবনতি এবং খাবারের প্রতি অযত্নে মানুষ চুল সংক্রান্ত সমস্যার শিকার হচ্ছে । আজকাল ছেলে হোক বা মেয়ে, চুল পড়া, পড়ে যাওয়া এবং ভেঙে যাওয়ায় সবাই সমস্যায় পড়ে । এমন পরিস্থিতিতে মানুষ স্বাস্থ্যকর চুলের জন্য অনেক পণ্য ব্যবহার করেন । কিন্তু অনেক সময় রাসায়নিকযুক্ত এই পণ্যগুলিও আমাদের চুলের ক্ষতি করতে শুরু করে ।
আপনিও যদি চুল সংক্রান্ত এই সমস্যায় ভুগে থাকেন এবং কোন রাসায়নিক দ্রব্যের সাহায্য ছাড়াই প্রাকৃতিক উপায়ে আপনার চুলকে স্বাস্থ্যকর করতে চান, তাহলে এর জন্য আপনি কারি পাতা এবং মেথি বীজ ব্যবহার করতে পারেন । জেনে নিন চুলকে মজবুত ও স্বাস্থ্যবান করতে কারি পাতা ও মেথি বীজ কীভাবে ব্যবহার করবেন ?
মেথি বীজ এবং কারি পাতার চুলের টনিক
উপাদান
4 কাপ মেথি বীজ, 15 থেকে 20 কারি পাতা, হাপ কাপ জল ৷
কীভাবে চুলের টনিক তৈরি করবেন
প্রথমে মেথি ও কারিপাতা একসঙ্গে গুঁড়ো করে নিন । এরজন্য আপনি চাইলে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন । এবার একটি প্যানে জল ঢেলে ভালো করে ফুটিয়ে নিন । জল ভালোভাবে ফুটে উঠলে তাতে মেথি ও কারি পাতা গুঁড়ো করে দিন । এবার এই জল 5 মিনিটের জন্য কম আঁচে ফুটতে দিন ৷ পাঁচ মিনিট পর গ্যাস বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা হতে দিন । এরপর ফিল্টার করে সারারাত রেখে দিন ।
ব্যবহার
মেথি বীজ এবং কারি পাতা টনিক ব্যবহার করতে প্রথমে চুলে শ্যাম্পু করুন । এবার এই টনিকটিকে হালকা গরম করে চুলে ভালো করে লাগান ।