পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

হঠাৎ ঝাপসা দেখেন ? এই টোটকা মেনে চললেই সুস্থ থাকবে চোখ - Bengali Health Care

Eye Care: চোখে পর্যাপ্ত পরিমাণে অশ্রু তৈরি না হলে তা শুষ্ক চোখের সমস্যা সৃষ্টি করে । যার কারণে চোখে জ্বালাপোড়া, দংশন ও ঝাপসা দৃষ্টির সমস্যা দেখা দেয় । এতে দৃষ্টিশক্তিও কমে যেতে পারে । আপনিও যদি প্রায়শই ঝাপসা চোখের সমস্যায় ভুগে থাকেন, তাহলে জেনে নিন, তা থেকে বাঁচার কিছু উপায় ।

Eye Care News
আপনি কি হঠাৎ ঝাপসা দেখা শুরু করেন

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 2:08 PM IST

হায়দরাবাদ: শরীরকে সুস্থ রাখতে হলে এর যত্ন নেওয়া খুবই জরুরি ৷ তা আমাদের চুল হোক বা নখ, সব কিছুরই যত্ন নেওয়া প্রয়োজন । শরীরের কোনও অংশে সমস্যা হলে তা আমাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় । অনেক সময় চোখের সামনে হঠাৎ ঝাপসা হয়ে আসে ৷ ভুল করেও এই সমস্যাকে অবহেলা করবেন না । এমন পরিস্থিতিতে জেনে নিন, ঝাপসা চোখ থেকে মুক্তি পাওয়ার উপায় (How to get rid of blurry eyes)।

দীর্ঘক্ষণ উজ্জ্বল আলোতে কাজ করলে চোখে ঝাপসা দেখা দেয় । মোবাইল বা কম্পিউটারে উজ্জ্বল আলোতে কাজ করার কারণে বা অন্য কোনও কারণে এমনটি হতে পারে ৷ তবে এই সমস্যাটি ক্রমাগত হতে থাকলে দৃষ্টিশক্তি কমে যেতে পারে ।

চিনি-মিছরি এবং মৌরি:চিনি ও মৌরি সমপরিমাণে নিয়ে পিষে গুঁড়ো করে তারপর প্রতিদিন সকাল-সন্ধ্যা এক গ্লাস গরম দুধের সঙ্গে পান করুন । আপনি কয়েক দিনের মধ্যে স্বস্তি অনুভব করতে শুরু করবেন ।

গোলাপ জল যোগ করুন:চোখের ঝাপসা দূর করতে গোলাপ জল ব্যবহার করা যেতে পারে । দুই ফোঁটা গোলাপ জল চোখে দিন । এটি চোখকে শীতল করে এবং ঝাপসা দৃষ্টি থেকেও মুক্তি দেয় ।

পায়ের তলায় মাসাজ করুন: আকুপ্রেসার থেরাপিতে পায়ের তলায় মাসাজ ও পিন পয়েন্ট প্রেসারের মাধ্যমে অনেক ধরনের রোগের চিকিৎসা করা হয় ৷ তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে সর্ষের তেল দিয়ে পা মালিশ করলে দৃষ্টি ঝাপসা থেকে মুক্তি পাওয়া যায় এবং দৃষ্টিশক্তিও ভালো হয় ।

আমলার রস উপকারী:আমলা আমাদের দৃষ্টিশক্তির জন্য খুবই উপকারী ৷ এমন অবস্থায় আমরা দৃষ্টিশক্তি বাড়াতে আমলার রস পান করতে পারি । এতে শুধু চোখের ঝাপসা ভাব কমবে না, দৃষ্টিশক্তিও বাড়বে ।

স্বাস্থ্যকর খাবার খেতে ভুলবেন না:আপনার খাদ্যতালিকায় ভিটামিন এ-এর পরিমাণ বাড়ান । শরীরে এর ঘাটতি দূর করতে ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার ও ফলমূল খান । চোখ সুস্থ রাখতে প্রতিদিন দুধ পান করতে হবে ।

আরও পড়ুন:

  1. ব্রণর সমস্যা মুখের সৌন্দর্য কেড়ে নিতে পারে! এই পদ্ধতিগুলি দিয়ে করতে পারেন চিকিৎসা
  2. শীতে শরীরকে উষ্ণ রাখতে পাতে রাখুন মাখানা থেকে শুরু করে আখরোট
  3. মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়, খেয়াল রাখে হৃদয়েরও; অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর ডার্ক চকলেটের হাজারো গুণ

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ABOUT THE AUTHOR

...view details