হায়দরাবাদ, 16 মার্চ: গত দু'বছরে করোনা ভাইরাস আমাদের জ্বর (Viral Fever), সর্দি, কাশি বা সিজনাল ফিভার-এর সংজ্ঞা বদলে দিয়েছে ৷ সেই ভাইরাস আতঙ্ক এখনও কমেনি ৷ কখনোও অ্যাডিনো ভাইরাস আবার কখনো এইচথ3এন2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (H3N2 influenza virus), ঘুম কেড়েছে প্রত্যেকের ৷ ফলে সামান্য জ্বর, সর্দি হলে আতঙ্কে ভরসা করতে হয় ওষুধের ওপরেই ৷ আর শরীরকে এই প্রশ্রয় দিতেই বারণ করছেন কানাডার গবেষকরা ৷ জ্বর হলেই ওষুধ খাওয়ার ব্যাপারে সাবধানবাণী শোনাচ্ছেন তাঁরা (not take medicine immediately)৷
সম্প্রতি ইমিউনোলজি অ্যান্ড ইনফ্লেমেশন (Journal of Immunology and Inflammation ) নামক জার্নালে প্রকাশিত হয়েছে এই তথ্য ৷ কী বলা হচ্ছে সেই গবেষণাপত্রে ? গবেষণায় বলছে, জ্বর হলেই দুম করে কোনও রকম অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া ঠিক নয় ৷ শরীরের নিজস্ব রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে ৷ শরীরের 'ইমিউন সিস্টেম' কে ভালো রাখতে হলে ওষুধ নয়, দিতে হবে সময় ৷ 'বডি সিস্টেম' যাতে লড়াই করতে পারে সেই সময়টুকু দিতে হবে নিজেকে ৷ না হলে ধীরে ধীরে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকবে ৷ যা সুস্বাস্থ্যের জন্য মোটেও সুখকর নয় ৷