হায়দরাবাদ: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে অনেক পরিবর্তন দেখা যায় । যা কেউ চাইলেও বদলাতে পারবে না । কিন্তু বার্ধক্যের এই উপসর্গগুলি কমাতে আপনি অবশ্যই খাদ্য এবং জীবনযাত্রায় পরিবর্তন করতে পারেন । যা ত্বককে টানটান করতে সাহায্য করবে । তাহলে জেনে নিন কীভাবে ফাইন লাইন ও বার্ধক্যের সমস্যা কমানো যায় ।
জলয়োজিত থাকার:শরীরে জলের অভাব হলে মুখে বার্ধক্যের চিহ্ন দেখা দিতে শুরু করে । এমন অবস্থায় ত্বকে টানটান ভাব আনতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে । যার কারণে ত্বক উজ্জ্বল হবে এবং আলগা ত্বক থেকেও মুক্তি পেতে পারেন ।
সুষম খাদ্য খাওয়া:তাজা ফল ও শাকসবজি স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্য খুবই উপকারী । এগুলির মধ্যে চর্বিহীন প্রোটিন এবং ভালো ফ্যাট পাওয়া যায় । এছাড়াও এগুলি ভিটামিন-এ, ভিটামিন-সি, ভিটামিন-ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যে সমৃদ্ধ । যা ত্বক সুস্থ রাখতে সহায়ক ।
আরও পড়ুন:প্রতিদিন সাবান দিয়ে স্নান করা ত্বকের জন্য ক্ষতিকর ! জেনে নিন পার্শ্বপ্রতিক্রিয়া