পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

সন্তানের উচ্চতা না-বাড়লে এই স্বাস্থ্যকর খাবারগুলি ডায়েটে রাখুন - If the height of the child

Healthy Food for Kids: শিশুদের বিকাশের জন্য স্বাস্থ্যকর খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ । অনেক সময় সঠিক পুষ্টির অভাবে শিশুর উচ্চতা বাড়ে না । তাদের খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, কার্বোহাইড্রেট এবং অনেক ধরনের ভিটামিনের প্রয়োজন । জেনে নিন, শিশুর উচ্চতা বাড়াতে তাকে কোন খাবার খাওয়াতে হবে ।

Healthy Food for Kids News
সন্তানের উচ্চতা না বাড়লে আজ থেকেই এই স্বাস্থ্যকর খাবার খাওয়ান

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 9:36 PM IST

হায়দরাবাদ: যদিও একেকটি শিশুর উচ্চতা বৃদ্ধির হার একেকরকম, কিন্তু একটি নির্দিষ্ট বয়সে আপনার সন্তানের উচ্চতা কম হলে তা মায়ের জন্য চিন্তার বিষয় ৷ কারণ, একমাত্র মা-ই পারেন তার সন্তানের অভ্যাস ভালোভাবে বুঝতে পারেন (Understand the child habits well)।

খাবারের ক্ষেত্রে অস্বাস্থ্যকর খাবার প্রতিটি শিশুর জন্যেই মারাত্মক ক্ষতি প্রমাণিত হতে পারে। এর ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ উভয়ই ক্ষতিগ্রস্ত হয় ৷ তাই বাচ্চাদের শুধুমাত্র ঘরে তৈরি খাবার খাওয়ান এবং তাদের খাদ্যতালিকায় পুষ্টিগুণ সমৃদ্ধ ফল অন্তর্ভুক্ত করুন । যা খেলে শিশুর উচ্চতা দ্রুত বাড়তে পারে ।

বাদাম এবং দুধ:পুষ্টিগুণে ভরপুর বাদাম ও দুধ শিশুর উচ্চতা বাড়াতে সহায়ক । এজন্য সারারাত বাদাম ভিজিয়ে রেখে পরের দিন এক গ্লাস দুধের সঙ্গে শিশুকে খাওয়ান । বাদামে উপস্থিত অনেক ধরনের ভিটামিন, মিনারেল, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, স্বাস্থ্যকর চর্বি এবং ফাইবার শিশুর জন্য সব দিক থেকেই উপকারী ।

দই: ক্যালসিয়াম সমৃদ্ধ তাজা দই শিশুদের হাড়ের বিকাশে খুবই সহায়ক ৷ তাই আপনার বাচ্চাদের মধ্যে দই খাওয়ার অভ্যাস গড়ে তুলুন । এছাড়াও এতে উপস্থিত ভিটামিন ডি এবং প্রোবায়োটিক শিশুদের হাড়কে ভেতর থেকে মজবুত করে তাদের বিকাশে সাহায্য করে ।

পালং শাক-টমেটো স্যুপ:বাচ্চাদের একটানা পালং শাক-টমেটোর স্যুপ খাওয়ালে বাচ্চার উচ্চতা বাড়তে শুরু করবে । এটি হাড় মজবুত করতে সহায়ক এবং এই স্যুপ পান করলে দৃষ্টিশক্তিও ভালো হয় ।

ভেজানো ছোলা এবং গুড়:সকালে বাচ্চাদের ভিজিয়ে রাখা ছোলা ও গুড় খাওয়ালে তাদের উচ্চতা দ্রুত বাড়তে শুরু করে, কারণ ছোলা প্রোটিন, আয়রন এবং ভিটামিন বি এর ভালো উৎস । কার্বোহাইড্রেটযুক্ত গুড় শিশুদের জন্যও খুবই উপকারী ।

ডিম এবং মাছ:শিশু যদি আমিষভোজী হয় তবে তাকে অবশ্যই ডিম ও মাছ খাওয়ান । প্রোটিন, বায়োটিন এবং আয়রন সমৃদ্ধ এই জিনিসগুলি শিশুদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে ।

আরও পড়ুন:

  1. শীতে শরীরকে উষ্ণ রাখতে পাতে রাখুন মাখানা থেকে শুরু করে আখরোট
  2. ক্যানসার প্রতিরোধ করতেও সক্ষম ! বড়দিনের আবহে গাজরের এই রেসিপিগুলি জিভেও জল আনবে
  3. মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়, খেয়াল রাখে হৃদয়েরও; অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর ডার্ক চকলেটের হাজারো গুণ

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ABOUT THE AUTHOR

...view details