হায়দরাবাদ:বর্ষায় আর্দ্রতার কারণে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় । যার কারণে শিশুদের সর্দি-কাশির সমস্যা শুরু হয় । এতে অভিভাবকদের সমস্যাও বাড়ে । কিছু শিশুর সর্দি-কাশির সঙ্গে জ্বরও হয় ৷ যার কারণে তারা খাওয়া বন্ধ করে দেয় বা খুব কম খায় । এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা । শিশুর বারবার সর্দি-কাশি হলে প্রতিবার ওষুধ দেওয়াও ভালো নয় । এতে শিশুর লিভারে খারাপ প্রভাব পড়ে । এমন পরিস্থিতিতে জেনে নিন, কিছু ঘরোয়া প্রতিকার।
শিশুর কাশি থেকে মুক্তি দিতে আদা উপকারী হতে পারে । এ জন্য আদার রসে সামান্য মধু মিশিয়ে মুখে রেখে দিতে হবে । এতে শিশু খুব তাড়াতাড়ি কাশি থেকে মুক্তি পাবে । এছাড়া জলে আদা সিদ্ধ করে ছেঁকে নিন । এবার এতে এক চামচ মধু দিন । এটি শিশুকেও আরাম দেবে ।
আজওয়াইন শিশুর কাশি থেকেও উপশম দিতে পারে । আপনি এক চামচ সেলারি জলে সিদ্ধ করে একটি বোতলে ভরে সারাদিন শিশুকে খাওয়ান । এতে শিশুর কাশিও কমবে ।
মধু কাশি কমাতে শিশুর জন্য উপকারী । শিশুকে আধা বা এক চা চামচ মধু দিন । এটি শিশুর কফ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে ।