হায়দরাবাদ: বর্ষাকাল হল এমন একটা সময় যখন গাছপালা অনেক জন্মায় ৷ বর্ষাকালে সবুজ চারায় ভরে যায় আশপাশ ৷ সমস্ত গাছপালায় বর্ষায় ভালোভাবে বেড়ে ওঠে ৷ কারণ এই সময় গাছ তার সর্বাধিক পুষ্টি ও আর্দ্রতা পায় ৷ সবুজে ভরে ওঠে চারিদিক ৷ ফল ও ফুল উৎপন্ন হয় কারণ এই সময় গাছ মাটি থেকে বেশি পরিমাণে জল ও খনিজ পদার্থ শোষণ করে ৷ তবে অনেক সময় বর্ষাকালে ভারী বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে গোড়া পচে যায় ৷ তাই এই সময় গাছে প্রয়োজনের তুলনায় বেশি জল দেওয়া উচিত নয় ৷ এছাড়াও বর্ষাকালে গাছের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তাতে গাছের বৃদ্ধি, স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করে ৷ দেখে নিন কীভাবে বর্ষায় গাছের বাড়তি যত্ন নেওয়া উচিত ৷
টবের উপর-নীচের মাটি মিশিয়ে নিন
গাছের গোড়ায় দেওয়া জল দ্রুত টেনে না নিলে টবে শ্যাওলা জন্মাতে শুরু করে ৷ তাই মাটির জল শোষণ উন্নত করতে টবের মাটি খুঁড়ে তা ঝড়ঝড়ে করে নিতে হবে ৷ উপর আর নীচের মাটি একসঙ্গে মিশিয়ে মাটিটা আলগা করে নিতে হবে ৷
গাছে সার দিন
কখনও কখনও ভারী বৃষ্টিপাতের ফলে গাছপালা পুষ্টি হারাতে পারে ৷ তাই এই সময় অল্প পরিমাণে জৈব সার দিন গাছের গোড়ায় ৷ এই সার থেকে গাছরা প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে ৷
গাছের গোড়া জলমগ্ন হতে দেবেন না