হায়দরাবাদ: বিশ্বে অনেক রোগ মশার কারণে ছড়ায় ৷ ডেঙ্গি থেকে ম্যালেরিয়া সবকিছুই মশাাবাহিত রোগ ৷ যেগুলি শরীরে ক্ষতিকারক হতে থাকে ৷ তবে এইসব রোগ থেকে সুরক্ষিত থাকা যায় ৷ জেনে নিন মশাবাহিত রোগ থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন (Mosquito Borne Diseases)? এই মশাবাহিত রোগগুলি হল ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গি, চিকেনগুনিয়া ইত্যাদি ৷
কীভাবে মশাবাহিত রোগ থেকে সুস্থ থাকবেন, জেনে নিন:
মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার আগেই সতর্ক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা । কারণ, আক্রান্ত হওয়ার পর সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন না-হলে মৃত্যু-সহ নানা ধরনের জটিলতার ঝুঁকি বেড়ে যায় । তাই মশার কামড় থেকে নিজেকে রক্ষা করার কোনো বিকল্প নেই ।
1) জল জমিয়ে রাখা যাবে না
স্যাঁতসেঁতে জায়গা ও স্থির জলযুক্ত স্থানগুলো মশার প্রজননক্ষেত্র হিসেবে সুপরিচিত, বিশেষ করে এডিস মশা । মশার বংশবৃদ্ধি এড়াতে আশপাশের সব এলাকা শুষ্ক ও পরিষ্কার রাখা দরকার । ছোটবড় কোনও জায়গাতেই জল জমতে না-পারে, তা নজর রাখা প্রয়োজন । বাড়ির ছাদে বা বারান্দার ফুলের টবে, বাতিল টায়ার কিংবা প্লাস্টিক কনটেনার—কোথাও যাতে তিন দিনের বেশি জল জমা না থাকে, সেদিকে খায়াল রাখতে হবে ।