হায়দরাবাদ: বাঙালি বিয়েতে মেহেন্দি পরার চল এখন ট্রেন্ডিং ৷ যে কনের হাতের মেহেন্দি যত গাঢ় ও দীর্ঘস্থায়ী হবে তাঁকে তত ভাগ্যবতী বলে মনে করা হয় ৷ বিশ্বাস করা হয়, তিনি শ্বশুরবাড়ির ভালোবাসা পাবেন ৷ সব মেয়েই চান বিয়ের মেহেন্দি নিখুঁত হোক ৷ তবে কীভাবে এই মেহেন্দি রাখলে তার রং গাঢ় হবে ও তা দীর্ঘদিন থাকবে তার দুর্দান্ত টিপস রইল আপনার জন্য ৷
1. চেষ্টা করুন রাসায়নিকমুক্ত প্রাকৃতিক মেহেন্দি পরতে ৷ এটাই আপনার জন্য সেরা বিকল্প হতে পারে ৷ প্রাকৃতিক মেহেন্দি সহজে বিবর্ণ হয় না। সম্ভবত এটাই সবচেয়ে দীর্ঘস্থায়ী মেহেন্দি ৷ ত্বকের সমস্যা থাকলেও প্রাকৃতিক মেহেন্দি লাগালে অসুবিধা হবে না ৷ তাই কেমিক্যালযুক্ত মেহেন্দি ব্যবহার থেকে বিরত থাকুন ।
2. দীর্ঘস্থায়ী ও গাঢ় করতে প্রথমবার মেহেন্দি পরার পর ফের তার উপর মেহেন্দি লাগাতে পারেন ৷ তবে খেয়াল রাখবেন মূল নকশাটি যেন তার জন্য নষ্ট না হয়ে যায় ৷
3. নিজে থেকে মেহেন্দি খুঁটে খুঁটে তুলবেন না ৷ যতক্ষণ না আপনা থেকেই এটি ওঠে ততক্ষণ অপেক্ষা করুন ৷ মেহেন্দি দীর্ঘস্থায়ী করার এটি পুরনো পদ্ধতি ৷
4. শুনে থাকবেন নিশ্চয়, অনেকেই বলেন লেবুর রস ও চিনির মিশ্রণ লাগিয়ে মেহেন্দি তুলতে ৷ খুব অল্প পরিমাণ চিনি জলে ফুটিয়ে তাতে লেবুর রস দিয়ে দিন ৷ এরপর তা দিয়ে ঘষে হাতের মেহেন্দি তুলতে পারেন ৷