হায়দরাবাদ: রাতে খেয়ে শুয়ে পড়েছেন ৷ হঠাৎ আপনার মনে হচ্ছে, বাঁ-দিকের বুকের কাছে চিনচিনে ব্যথা হচ্ছে ৷ সেই ব্যথা থাকছে অনেকক্ষণ ৷ আপনার মনে হচ্ছে, শ্বাস নিতে পারছেন না ৷ কষ্ট হচ্ছে বুকের কাছে ৷ এমন লক্ষণ দেখলে স্বাভাবিকভাবেই বাড়ির লোকজন ভয় পেয়ে যান ৷ হার্ট-অ্যাটাক কি না, এই ভেবে ছোটেন ইমারজেন্সিতে ৷ কিন্তু সেখানে চিকিৎসক জানালেন ভয়ের কিছু নয় ৷ গ্যাস থেকে ব্যথা ৷ এই বিষয়টা অনেকের জীবনে একটা বড় সমস্যা ৷ বুকে গ্যাস থেকে ব্যথা, না হার্ট-অ্যাটাকের লক্ষণ পার্থক্য করা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না ৷ চিকিৎসকরা বলছেন, গ্যাসের ব্যথা ও হার্ট-অ্যাটাকের ব্যথার সূক্ষ্ম পার্থক্য রয়েছে ৷
গ্যাসের ব্যথা কীভাবে বুঝবেন
হাইড্রোজেন, মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাই-অক্সাইডের মতো ডিওডোরাইজড গ্যাসের সমন্বয়ে পেটের গ্যাসের কারণে বুকে গ্যাসের ব্যথার লক্ষণ দেখা দেয়। প্রতিদিন পরিষ্কার প্রাতঃক্রিয়া না-হলে, রাতে তেল-ঝাল-মশলা জাতীয় খাবার খেলে, খাবার ঠিক মতো হজম না-হলে, অসময়ে ভুল খাবার গ্রহণ করলে ইত্যাদি নানা কারণে বুকে গ্যাসের ব্যথার লক্ষণগুলি অনুভূত হয় ৷ যা প্রায়ই হার্ট-অ্যাটাকের মতো মনে হয় ৷ তবে সাধারণ পর্যায়ে এই সমস্যার সমাধান বাড়িতেই সম্ভব। আপনি যদি বুকে গ্যাস ব্যথার নিম্নলিখিত লক্ষণগুলি অতিরিক্ত পর্যায়ে অনুভব করেন তবে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন ৷
- বেলচিং (মুখ দিয়ে গ্যাস বের হওয়া)
- পেট ফাঁপা (বাত কর্ম হওয়া)
- পেটের ব্যথা (ক্র্যাম্পস যেমন হয়)
- বমি হওয়া
- ভিতর থেকে অতিরিক্ত একটা চাপ অনুভব করা (ডিসটেনশন)
- বদহজমের ঢেঁকুর ওঠা
- মুখের ভিতর টকটকভাব
- বুকে একটা জ্বলুনিভাব
- শুলে বুকে বেশি ব্যথা অনুভব করা
- ভিতর থেকে অস্থিরভাব হওয়া
মূলত, এই লক্ষণগুলি গ্যাসের ব্যথার লক্ষণ হিসাবে ধরতে পারেন ৷