পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Marble Floor Cleaning Tips: বাথরুম ও ঘরে মার্বেলের মেঝে পরিষ্কারে ঝক্কি ? রইল কিছু টিপস - মার্বেলের মেঝে পরিষ্কারের কিছু টিপস

মার্বেলের মেঝে দেখতে সুন্দর ঠিকই তবে বাথরুমে থাকা মার্বেলের মেঝের দাগ পরিষ্কার করা একটি কঠিন কাজ ৷ ঘরের মেঝে অতটা নোংরা না হলেও বাথরুমের মার্বেলের মেঝের কড়া দাগ তুলতে হিমসিম খেতে হয় ৷ তাই আপনার জন্য রইল মার্বেলের মেঝে পরিষ্কারের কিছু টিপস ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 1:24 PM IST

হায়দরাবাদ: মার্বেলের মেঝে পরিষ্কার ও ঝকঝকে করে রাখতে এর প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন ৷ বিশেষ করে বাথরুম, যেখানে জল ও অন্যান্য পদার্থ এর ক্ষতি করতে পারে ৷ সঠিক উপায় ও কৌশলের সঙ্গে সঠিকভাবে পরিষ্কার করলে আপনার বাড়ির মার্বেল মেঝেগুলির উজ্জ্বলতা টিকে থাকবে অনেকদিন ৷ এমন কিছু সহজ উপায় দেওয়া হল যা আপনাকে মার্বেলের মেঝে পরিষ্কার ও বাথরুমে থাকা মার্বেল থেকে দাগ দূর করতে সাহায্য করতে পারে ৷

1. যে কোনও মার্বেলের মেঝের জন্য বেকিং সোডা দুর্দান্ত পলিশ হিসেবে কাজ করে ৷ মেঝের দাগ তুলতে কয়েক ফোঁটা জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন ৷ এরপর নরম কাপড় দিয়ে মিশ্রণটি নিয়ে ধীরে ধীরে মেঝেই ঘষুন ৷ দাগ সৃষ্টি করার আগেই এটি জীবাণুগুলিকে দূর করে দেয় ৷ যেখানে দাগ বেশি হচ্ছে দেখবেন সেখানে মিশ্রণটি স্প্রে করুন ৷ সেটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন ৷ তারপর ধুয়ে ফেলুন ৷

2. গরমজল ময়লা দূর করতে সাহায্য করে ৷ বাথরুমের মার্বেলের ক্ষতি করে এমন শক্তিশালী পাউডার বা লিকুইডের চেয়ে গরম জল বা ডিসটিল্ড ওয়াটার ব্যবহার করতে পারেন ৷

  • একটি বালতিতে 8 কাপ গরম ডিসটিল্ড ওয়াটার নিন ৷ এতে 2-3 ফোঁটা হালকা বাসন মাজার সাবান মেশান ৷ তবে মেঝে পরিষ্কার করার বাজারচলতি প্রোডাক্ট ব্যবহার করলে তার গায়ে দেওয়া নির্দেশাবলী দেখে নিতে ভুলবেন না ৷
  • বাজারচলতি মেঝে পরিষ্কারের দ্রবণে ঘর মোছার কাপড়টি ডুবিয়ে নিংড়ে নিন ৷ এবার কোণা থেকে শুরু করে পুরো ফ্লোর মুছুন ৷
  • এবার গরম ডিসটিল্ড ওয়াটার দিয়ে ফের মুছে নিন ৷
  • মেঝে সম্পূর্ণ শুকাতে একটি পরিষ্কার কাপড় ব্যবহার করুন ৷ যাতে মেঝেই জলের দাগ না তৈরি হয় ৷

3. হালকা ডিটারজেন্ট ব্যবহার করে মার্বেলের মেঝে পরিষ্কার করুন ৷ এমন ডিটারজেন্ট বাছুন যাতে তা মেঝেকে ক্ষতি করে ৷ তবে সবচেয়ে ভালো বিকল্পগুলি হল থালা ধোয়ার সাবান, গরম জলে পিএইচ-নিউট্রাল সাবান বা বাজারচলতি মার্বেল পরিষ্কারের লিকুইড ৷ তবে শক্তিশালী কোনও লিকুইড, ভিনিগার বা অ্যামোনিয়ার মতো অ্যাসিডিক ক্লিনজারের ব্যবহার এড়িয়ে চলুন ৷

4. বাথরুমের মেঝের মার্বেলে ক্ষতি করতে পারে এমন ব্রাশ ও ভ্যাকুয়াম ক্লিনারের পরিবর্তে গরম জল ও সাবান দিয়ে মেঝে পরিষ্কার করুন ৷ একবারে দাগ বা ময়লা না পরিষ্কার হলে ঠান্ডা ও পরিষ্কার জল দিয়ে আরও একবার মুছুন ৷ মোছার কাপড়ে যাতে নোংরা না থাকে তাই প্রতিবার মোছার পর ধুয়ে নিতে ভুলবেন না ৷

আরও পড়ুন : বিবাহিত জীবন রোম্যান্টিক করতে মেনে চলুন এই ফেংশুই টিপস

ABOUT THE AUTHOR

...view details