হায়দরাবাদ: দীর্ঘদিন ধরে নিত্য ব্যবহারের ফলে হিরের গয়নাও একসময় ঔজ্জ্বল্য হারায় ৷ আপনি যদি আপনার হাতের হিরের গয়নার ঝলকানি অক্ষত রাখতে চান তাহলে এই টিপসগুলি আপনার কাজে আসবে ৷ হিরেখচিত কানের দুল, বিয়ের আংটি, কারুকাজ করা নেকলেস ও দারুণ ব্রেসলেট থেকে শুরু করে আপনার সমস্ত হিরের গয়না পরিষ্কার করতে পারেন এভাবে ৷ প্রতিমাসেই আপনার প্রিয় জিনিসগুলিকে পরিষ্কার করুন বাড়িতেই ৷
এগুলি পরিষ্কার করাতে দোকানে নিয়ে যাওয়া মানেই খরচা ৷ তাই ঘরে বসেই কীভাবে হিরের গয়না পরিষ্কার করবেন জেনে নিন ৷ আপনার জন্য রইল দুটি পদ্ধতি ৷ দু'ভাবেই পরিষ্কার করা যেতে পারে ৷
প্রথম পদ্ধতি :সাবান জলের বাটিতে হিরের গয়নাগুলিকে ভিজিয়ে রাখুন ৷ প্রথমে একটি পাত্রে কিছুটা জল ও এক চামচ তরল সাবান মেশান ৷ এবার এই সাবান জলের মিশ্রণে আপনার সমস্ত হিরের গয়না ডুবিয়ে দিন ৷ এরপর একটি টুথব্রাশ দিয়ে আলতো করে গয়নাগুলি পরিষ্কার করুন ৷