হায়দরাবাদ: ক্যালেনডুলা কেবল সুন্দরই নয়, উপকারী ফুলও বটে ৷ যে কোনও বাগানে ক্যালেনডুলা ফুলের গাছ প্রায়ই দেখা যায় ৷ তাই জেনে নেওয়া যাক, কী ভেষজ গুণ রয়েছে ক্যালেনডুলা ফুলের ৷ এই ফুলের পাতা, পাপড়ি এবং বীজের নির্যাস কিন্তু দীর্ঘকাল ধরে আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ৷ এটি যে শুধুমাত্র ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এমনটা নয় ৷ ক্যালেনডুলা ত্বকের জন্যও উপকারী ৷ জেনে নিন, ক্যালেনডুলার কিছু গুণাগুণ ৷
1) প্রদাহ রোধে উপকারী:প্রদাহ ত্বকের জন্য বেশ ক্ষতিকর হতে পারে । এক্ষেত্রে ক্যালেনডুলা একটি প্রাকৃতিক ওষুধ যার প্রদাহ বিরোধী এবং ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট রয়েছে ৷
2) ত্বকের বিভিন্ন দাগ থেকে মুক্তি:সংবেদনশীল, তৈলাক্ত বা ব্রণ-প্রবণ ত্বকের জন্য ক্যালেনডুলা দারুণ উপকারী । এটি কালো দাগ, ব্রণ দূর করতে সাহায্য করতে পারে । এটি ত্বককে মসৃণ, মখমলের মত কোমলতা প্রদান করে ৷
আরও পড়ুন: সুগার নিয়ন্ত্রণ ও দৃষ্টিশক্তি বাড়াতে খান এপ্রিকট, জেনে নিন এর উপকারিতা