হায়দরাবাদ: অনেকেই সারা বছর ঠোঁটের সমস্যায় ভোগেন । তবে বেশিরভাগ মানুষের শীতকালে অতিরিক্ত ঠোঁট ফাটে ৷ তাই ঠোঁটের যত্নে সব সময়ই লিপ বাম ব্যবহার করতে হয় । তবে আপনি বাজারের লিপবাম না-কিনে খরচ কমিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবেন লিপবাম ৷ জেনে নিন কী কীভাবে বানাবেন এই লিপ বাম (Lip Balm)?
1) বীটের লিপ বাম
বীট থেকে রস বার করে নিয়ে নারকেল তেল ও ভেসলিন একসঙ্গে মিশিয়ে ছোট বাক্সে ফ্রিজে মজুত করুন ৷ এতে আপনার টাকার সাশ্রয় হবে এবং ঠোঁটের সৌর্ন্দর্যে ভীষণ জরুরী ৷
2) নারকেল তেল ও জোজোবা অয়েল
এক টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে 5-6 ফোঁটা জোজোবা অয়েল ভালো করে মিশিয়ে নিন । এটি ছোটো কৌটোয় ভরে আধঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর ঠোঁটের সমস্যা দূক করতে ব্য়বহার করুন ।
3) নারকেল তেল ও অ্যালোভেরা