হায়দরাবাদ:ধুলো, মাটি এবং দূষণ আমাদের স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব ফেলে । তবে স্বাস্থ্যের পাশাপাশি এটি আমাদের ত্বক ও চুলের জন্যও অত্যন্ত ক্ষতিকর হতে পারে । চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে খুশকি একটা বড় সমস্যা ! শুধুমাত্র শীতকালের শুষ্ক আবহাওয়াতেই নয়, মাত্রাতিরিক্ত দূষণের ফলে এখন অনেকেই মোটামুটি সারা বছর খুশকির সমস্যায় ভোগেন । খুশকির জন্য আরও নানা সমস্যা দেখা দিতে পারে ।
খুশকি হল চুলকানি, ত্বকের সাদা ফ্লেক্স প্রাথমিকভাবে আপনার মাথার ত্বকে দেখা দেয় ৷ যা প্রায়ই অস্বস্তিকর হতে পারে ৷ খুশকির অনেক কারণ থাকতে পারে ৷ যেগুলি কখনও কখনও আমাদের জন্য বিব্রতকর অবস্থার কারণ হয়ে দাঁড়ায় । আপনিও যদি প্রায়ই খুশকির সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই ঘরোয়া প্রতিকারের মাধ্যমে আপনি তা থেকে মুক্তি পেতে পারেন ।
অ্যলোভেরা: অ্যলোভেরা ত্বক সংক্রান্ত সমস্যার জন্য একটি ওষুধ হিসাবে বিবেচিত হয় । অনেক সমস্যা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি এটি খুশকি কমাতেও সাহায্য করে । এটি ত্বকের সমস্যা যেমন জ্বালা, সোরিয়াসিস এবং দাগ নিরাময়ে সাহায্য করে । এছাড়াও এতে উপস্থিত অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি থেকে রক্ষা করতে সহায়তা করে ।
অ্যাপেল সিডার ভিনিগার: অ্যাপেল সিডার ভিনিগার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং খুশকি দূর করতেও বেশ কার্যকরী । এটি খুশকির প্রাকৃতিক প্রতিকার হিসেবে ব্যবহার করা যেতে পারে । আপেল সিডার ভিনিগার আপনার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রেখে ছত্রাকের বৃদ্ধি কমায় এবং এইভাবে খুশকিও কমায় ।