নিউ ইয়র্ক, 5 এপ্রিল : কৈশোরে অতিরিক্ত চিনি মিশ্রিত পানীয় সেবন করলে তা মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে এবং জ্ঞানার্জনে তথা স্মৃতিশক্তিতে ব্যাঘাত ঘটাতে পারে । রডেন্টদের উপর করা একটি সমীক্ষায় এই তথ্য জানা গিয়েছে ।
এর আগের গবেষণায় অতিরিক্ত চিনিযুক্ত ডায়েটের সঙ্গে স্থূলতা ও হার্টের রোগের যোগসূত্র প্রমাণ করা হয়েছিল এমনকী এও বলা হয়েছিল যে এর জেরে স্মৃতিশক্তির উপর প্রভাব পড়ে । কিন্তু এই ধরনের পানীয় সেবনে যে মস্তিষ্কের গঠন, বিশেষ করে হিপ্পোক্যাম্পাস (মস্তিষ্কের যে অংশ শেখা এবং মনে রাখার কাজে সাহায্য করে) অংশের উপর প্রভাব পড়ে, তা এবার জানা গেল ।
এই নয়া তথ্য ‘ট্রান্সলেশনাল সাইক্রিয়াট্রি’ নামের জার্নালে প্রকাশিত হয়েছে । আর এতে দেখানো হয়েছে যে কম বয়স থেকেই বেশি চিনি সেবন করলে প্যারা ব্যাকটেরয়েডস নামে এক ধরনের অন্ত্রের ব্যাকটিরিয়ার মাত্রা বেড়ে যায় । এই ব্যাকটিরিয়ার মাত্রা যত বাড়ে, তত সেই প্রাণী স্মৃতিশক্তি এবং শেখার শক্তির পরীক্ষায় দুর্বল ফল করে ।
এই সমীক্ষার জন্য গবেষক দলটি শিশু ইঁদুরদের তাদের সাধারণ চাউ এবং একটি 11 শতাংশ চিনির মিশ্রণ দিয়েছিলেন, যা বাণিজ্যিকভাবে প্রাপ্ত চিনিযুক্ত মিষ্টি পানীয়র সমতুল ।
এর পর সেই ইঁদুরদের হিপ্পোক্যাম্পাস-নির্ভর মস্তিষ্কের কাজ দেওয়া হয়েছিল, তাদের পর্বভিত্তিক সংশ্লিষ্ট সূত্রের স্মৃতিশক্তি পরিমাপ করতে বা এমন কিছু মনে করাতে যা হয়তো তারা আগে কোথায়, কখনও দেখেছে ।