হায়দরাবাদ :ট্যানিং যে শুধু ক্ষতিকারক বলেই বিবেচিত তাই নয় যেহেতু সান বার্নের ফলেই এটি তৈরি হয় তাই সরাসরি ত্বকের ক্যানসারের ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে ৷ ট্যানিংয়ে অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বক ভেদ করে আপনার ডিএনএ-র উপর ক্ষতিকর প্রভাব ফেলে ৷ UV-A এবং UV-B উভয় রশ্মিই এক্ষেত্রে সরাসরি খোলা ত্বকের ওপর এসে পড়ে (How Tanning Affects Your Skin) ৷
UV-A রশ্মি ত্বকে উপস্থিত প্রাকৃতিক কোলাজেনকে ভেঙে দেয় । কোলাজেন ত্বকের এমন একটি উপাদান যা ত্বককে শক্তিশালী করতে, টানটান ভাব বজায় রাখতে এবং প্রয়োজনীয় হাইড্রেশনে সাহায্য করে ৷ কোলাজেন ক্ষতিগ্রস্থ হলে ত্বক তার উজ্জ্বলতা এবং সজীবতা হারাতে শুরু করে ৷ ফলস্বরূপ বলিরেখা এবং দাগ দেখা দেয় ৷
অনেকেই মনে করেন ট্যানিং বিষয়টি তাঁদের সাহায্য করবে কারণ এতে ত্বকে মেলানিন যোগ হয় যা একটি প্রাকৃতিক প্রতিরক্ষামূলক উপাদান ৷ তবে এটি একটি ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছু নয় ৷ হ্যাঁ, মেলানিন স্বাভাবিক ক্ষেত্রে ত্বকের জন্য প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে ঠিকই ৷ কিন্তু ট্যানিংয়ের ফলে আরও অনেকগুলি উপাদান তৈরি হয় ৷ সূর্যের তাপের কারণে ত্বকের কোষগুলির বহু ক্ষতি হয়ে যাওয়ার পর মেলানিন উৎপন্ন হয় ৷