হায়দরাবাদ: বার্গার থেকে স্যালাড কিংবা স্যান্ডউইচ, লেটুস পাতা জায়গা করে নেয় নিজ গুণেই ৷ সবুজ বা লাল রঙের এই পাতা যেমন খাবারের স্বাদ বাড়ায় তেমনি এর স্বাস্থ্যগুণের কথা জানলে চমকে যাবেন ৷ ক্যালোরি, প্রোটিন, ফাইবার, ভিটামিনস, ম্যাগনেশিয়াম, আয়রন কী নেই লেটুস পাতায় ৷ লেটুস পাতার উৎসস্থল মিশর ৷ সেখান থেকেই তা ছড়িয়ে পড়েছে বিশ্বে ৷ চার রকমের লেটুস পাতা রয়েছে ৷ হালকা সবুজ, গাঢ় সবুজ, লাল ও বেগুনি রঙের ৷ এদের প্রত্যের স্বাস্থ্যগুণ একে অপরের থেকে সামান্য আলাদা ৷ তবে বলা যেতে পারে, পাতার রঙ যত গাঢ়, তার পুষ্টিগুণ ততই বেশি ৷
লেটুস পাতার উপকারিতা:
অ্যান্টিঅক্সিডেন্ট- লেটুস পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ৷ এই পাতা আমাদের শরীরে ইমিউনিটি শক্তি বাড়ায় ৷ এই পাতা ক্যানসার প্রতিরোধেও উপকারী ৷
ফাইবার- যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে উপকার পাবেন লেটুস পাতা খেলে ৷ শুধু তাই নয়, যাঁরা ওজন কমাতে চাইছেন, তাঁদের প্রতিদিন এই পাতা লাঞ্চ বা ডিনারে রাখা উচিত ৷ কারণ এতে রয়েছে খুব অল্প পরিমাণে ক্যালোরি ৷ যে কারণে লেটুস পাতার স্যালাড খেলে পেট থাকে ভরা ৷