হায়দরাবাদ:চুল শরীরকে আকর্ষণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ কিন্তু পরিবর্তিত আবহাওয়া ও জীবনধারা চুলের সৌন্দর্য কমিয়ে দিতে পারে । কারণ বেশিরভাগ মানুষই এখন চুল পড়া, পাতলা হয়ে যাওয়া এবং রুক্ষতার সমস্যায় ভুগছেন । এর জন্য আমরা অনেক প্রাকৃতিক ও কৃত্রিম পদ্ধতি ব্যবহার করি ৷ কিন্তু বেশিরভাগ সময়ই তা কার্যকর হয় না । আপনি কি জানেন, আমরা এমন একটি ফল খাই যা স্বাস্থ্য ও চুলের জন্য খুবই উপকারী (Hair Care)। স্পষ্টতই এটি কলা । কলা শুধু স্বাস্থ্যের জন্যই ভালো নয়, চুলের জন্যও ভালো । তাহলে জেনে নিন, কলা কী ধরনের চুলের সমস্যা নিরাময় করে এবং কীভাবে ব্যবহার করবেন ।
কলা পটাশিয়াম সমৃদ্ধ । এতে ভিটামিন সি, বি, আয়রন এবং ম্যাঙ্গানিজের মতো অনেক খনিজ রয়েছে । কলা থেকে প্রোটিন পাওয়া যায় । হেয়ার মাস্ক হিসেবেও কলা ব্যবহার করা যেতে পারে । পুষ্টিগুণে ভরপুর কলা চুলের বৃদ্ধিতে সাহায্য করে ।
কলা চুলের খুসকি দূর করে: সাধারণত শীতকালে খুলকির সমস্যা বেশি হয় । এমন পরিস্থিতিতে কলার তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন । এর জন্য একটি পাত্রে কলা নিন, তাতে 2 চামচ লেবুর রস এবং ট্রি অয়েল দিন । ভালো করে মেশানোর পর চুলে লাগিয়ে 20 থেকে 30 মিনিট রেখে দিন । তারপর আপনার নিয়মিত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন ।
আরও পড়ুন:শীতে ত্বকের সব সমস্যা দূর হয় একটু অ্যালোভেরায় ! জেনে নিন গুণাগুণ