হায়দরাবাদ: দইয়ের ফোঁটা দিয়ে, শঙ্খ বাজিয়ে আরতি করে ভাইয়ের দীর্ঘায়ু কামনার রীতি বহু বছর ধরে চলে আসছে । কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা উদযাপিত হয় সারা দেশ জুড়ে । কোথাও এটি ভাইবীজ, কোথাও ভাই দুজ । গুজরাতে আবার এটি ভাই বেজ নামে পরিচিত । এই অনুষ্ঠানে মিষ্টি যেমন অপরিহার্য তেমনই গুরুত্বপূর্ণ হল উপহার দেওয়া । বাঙালিদের আরও একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান । ভাই হোক বা দাদা, দিদি হোক বা বোন, উভয়ের মধ্যে উপহার দেওয়ারা রীতি আছে । জেনে নিন, এবার আপনি আপনার ভাই বা দাদা কিংবা বোনকে কী উপহার দেবেন ।
1) গহনা: বোন বা দিদিকে গহনা উপহার দিতে পারেন । গহনা যে কোনও অনুষ্ঠানেই উপহার (Gift) হিসেবে দেওয়া যায় । আর ভাইফোঁটার অনুষ্ঠানে অবশ্যই দেওয়া যেতে পারে । বোন বা দিদিকে কানের দুল, গলার হার কিংবা আংটি দিতে পারেন ।
2) শাড়ি বা সালোয়ার:পোশাক (Dress) উভয়কেই ভাইফোঁটার দিন উপহার দিয়ে থাকেন । ভাইকে শার্ট (shirt) কিংবা পঞ্জাবি দিতে পারেন । আবার বোনকে দিতে পারেন শাড়ি অথবা কুর্তি অথবা সালোয়ার দিতেই পারেন । রিটার্ন গিফট হিসেবেও পোশাক দেওয়া আদর্শ । তাই দেরি না করে চট করে কিনে ফেলুন মনের মতো দাদা বা বোনের জন্য পোশাক ।
3) ঘড়ি: ভাই বা দাদাকে উপহার হিসেবে দিতে পারেন ঘড়ি । ভাইয়ের পছন্দ মতো একটি ঘড়ি কিনে ফেলুন । আবার বোনকেও রিটার্ন গিফট হিসেবে ঘড়ি দেওয়া যেতেই পারে । আজকাল বিভিন্ন কোম্পানির বহু স্টাইলিশ ঘড়ি পাওয়া যায় । পছন্দ করে আপনি আপনার বোন বা দাদার জন্য সুন্দর উপহার কিনে নিতেই পারেন ৷
4)পারফিউম:উপহার হিসেবে দিতেই পারেন পারফিউম । ভাইকে যেমন পারফিউম দেওয়া যায়, তেমন বোনকেও রিটার্ন গিফট হিসেবে দিতে পারেন পারফিউম । ভাই বা বোনের পছন্দের ব্র্যান্ডের পারফিউম কিনে ফেলুন । এটি গিফট হিসেবে বেশ আদর্শ ।