হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর : জেনিটাল হার্পিস (Genital Herpes) এক ধরনের যৌনরোগ (Sexually Transmitted Disease, STD) ৷ অথচ এই রোগ সারাবার কোনও চিকিৎসা নেই ৷ ইটিভি ভারতের সুখীভব-র তরফে কায়া ক্লিনিকের প্রধান চিকিৎসক ডাঃ সুশান্ত শেট্টির সঙ্গে যোগাযোগ করা হয়৷ জেনে নিন কী বললেন তিনি ৷
জেনিটাল হার্পিস
এটা একধরনের সংক্রামিত রোগ, যা শরীরের যে কোনও অংশে হতে পারে ৷ কিন্তু যখন এটা কোনও পুরুষ বা মহিলার যৌনাঙ্গে দেখা যায়, তখন একে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ (Sexually Transmitted Disease, STD) ৷ আর একে জেনিটাল হার্পিস বলা হয়৷ কোনও নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও ওষুধের দ্বারা একে নিয়ন্ত্রণে রাখা যায় ৷
জেনিটাল হার্পিস কী ?
চামড়ায় দাদের (ringworm) মতো এক ধরনের ঘা হয়৷ হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের (herpes simplex virus) সংক্রমণে হয় বলে একে ব্যাকটেরিয়াল সংক্রমণ বলে ধরা হয় ৷ কিন্তু অনেক সময় অন্য মানুষে এটা জিনগত ভাবেও ছড়িয়ে পড়ে ৷