হায়দরাবাদ: একজন মহিলা সহনশীল এবং ধৈর্য্যশীল । সমস্ত কষ্ট সহ্য করতে দক্ষ বলা হয় । এই গুণের কারণে ভারতীয় মহিলাদের সহনশীলতার দেবী বসুন্ধরার সঙ্গে তুলনা করা হয় । কিন্তু সাম্প্রতিক এক সমীক্ষায় কার্যত শোনা গিয়েছে সেই বক্তব্যের উলটো সুর । সমীক্ষা অনুযায়ী, ভারতীয় পুরুষদের তুলনায় নারীরা বেশি রাগী । প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নারীরা এখন রাগ ও বিরক্তির দিক থেকে পুরুষদের ছাড়িয়ে গিয়েছে (Women Get More Angry) ৷
গত 10 বছরে মানুষের পরিবর্তিত মানসিক অবস্থা জানতে এবং বুঝতে গ্যালাপ ওয়ার্ল্ড পোল সমীক্ষা চালিয়েছিল । 2012 থেকে 2021 সালের মধ্যে এই সমীক্ষাটি 150টি দেশের প্রায় 12 লক্ষ মানুষের ওপর চালানো হয়েছিল । এটি দেখা গিয়েছে, 10 বছরের কম বয়সী, মহিলা এবং পুরুষ উভয়েরই একই রকম মানসিক চাপ ছিল । কিন্তু 10 বছর পর নারীদের মানসিক চাপ, উদ্বেগ ও রাগের মাত্রা বেড়েছে । নারীরা এখন বেশি ক্ষুব্ধ । সবথেকে বড় কথা হল ভারতে নারীরা পুরুষের চেয়ে বেশি রাগ করছেন ।
তথ্য অনুযায়ী, পুরুষদের তুলনায় নারীদের রাগের মাত্রা 6 শতাংশ বেশি । একইভাবে, ভারত ও পাকিস্তানের নারীদের মানসিক চাপ ও রাগের মাত্রা বিশ্বের অন্যান্য নারীদের তুলনায় দ্বিগুণ । ভারতে পুরুষদের রাগের মাত্রা 27.7 শতাংশ, মহিলাদের রাগের মাত্রা 40.6 শতাংশ । এর প্রধান কারণ হচ্ছে মহামারী সংকট, নারী-পুরুষের সমতা অধিকারের বোধ ক্ষুণ্ন হওয়া, কর্মক্ষেত্রে সমস্যা, পারিবারিক দ্বন্দ্ব ইত্যাদি ।