পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Tomato Skin Care: ব্রণ ও রোদে পোড়া মুখে টমেটো লাগালে পেতে পারেন চমকপ্রদ উপকারিতা - Skin Care

টমেটো শুধু স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকের জন্যও খুবই উপকারী । এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য যা ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে । এটি আপনার ত্বকের জন্য আশীর্বাদের চেয়ে কম নয় । প্রতিদিন মুখে টমেটোর পাল্প লাগালে ব্রণ থেকে মরা ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Tomato Skin Care
ব্রণ থেকে শুরু করে রোদে পোড়া পর্যন্ত মুখে টমেটো লাগালে চমকপ্রদ উপকারিতা রয়েছে

By

Published : Jun 28, 2023, 8:55 PM IST

হায়দরাবাদ: সৌন্দর্য বাড়াতে টমেটোর ব্যবহার খুবই ভালো বলে মনে করা হয় । এতে উপস্থিত ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-সি, পটাশিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে । নিয়মিত মুখে টমেটোর পাল্প লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। তাহলে দেরি না-করে জেনে নেওয়া যাক, টমেটোর রস মুখে লাগালে কী কী উপকার পাওয়া যায়।

মৃত চামড়া থেকে মুক্তি পান: টমেটো ব্যবহার করে ত্বক পরিষ্কার করতে পারেন । এটি এনজাইম সমৃদ্ধ ৷ যা ত্বকের জন্য এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে । এটি মরা চামড়া থেকে মুক্তি পেতে সাহায্য করে । যদি সংবেদনশীল ত্বক থাকে তবে আপনার চিন্তা করার দরকার নেই কারণ এটি ত্বকে হালকা । এজন্য টমেটোর পাল্প সরাসরি মুখে লাগিয়ে কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন ।

তৈলাক্ত ত্বক: যদি তৈলাক্ত ত্বক নিয়ে সমস্যায় থাকেন তাহলে মুখে টমেটো লাগাতে পারেন । এতে মুখের অতিরিক্ত তেল কমে যায় । এর জন্য টমেটোকে দুই ভাগ করে কেটে মুখে ভালো করে লাগান এবং 10-15 মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন যাতে ত্বক মসৃণ ও তেলমুক্ত থাকে ।

ব্রণ কমাতে সাহায্য করে: টমেটোতে রয়েছে ভিটামিন-এ, ভিটামিন-সি এবং ভিটামিন-কে। এছাড়াও এটি অ্যাসিডিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ যা আপনার ত্বকের পিএইচ স্তর বজায় রাখতে সহায়তা করে ৷ এটি গভীর পরিষ্কার করার বৈশিষ্ট্য রয়েছে । ব্রণ কমাতে টমেটো ব্যবহার করতে পারেন । এ জন্য টমেটোর পাল্পে সামান্য ট্রি অয়েল মিশিয়ে মুখে লাগান ৷ কিছুক্ষণ পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন ।

রোদে পোড়া থেকে বাঁচায়: গ্রীষ্মে রোদে পোড়া ভাব থাকলে টমেটো ব্যবহার করে আরাম পাওয়া যায় । এতে উপস্থিত ভিটামিন-এ, ভিটামিন-সি ত্বকের রোদে পোড়া ভাব কমাতে পারে । এটি ত্বকের লালচে ভাব দূর করে । এজন্য টমেটোর রসের সঙ্গে সামান্য বাটার মিল্ক মিশিয়ে যেখানে রোদে বেড়ানোর পর মুখে লাগান । কিছুক্ষণ পর জল দিয়ে তা পরিষ্কার করে নিন।

ত্বককে ময়শ্চারাইজ করে: যদি শুষ্ক ত্বকের সমস্যায় ভুগে থাকেন তাহলে টমেটো প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে । এ জন্য টমেটোর রস মুখে লাগাতে পারেন । এতে উপস্থিত পটাশিয়াম ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে ।

আরও পড়ুন:মুখের উন্নতির জন্য আনারসের তৈরি এই ফেসপ্যাক লাগান

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ABOUT THE AUTHOR

...view details