পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Quick Make up Tips: হঠাৎ প্লানে চটজলদি মেকআপ করতে চান ? মেনে চলতে পারেন এই টিপস

অনেক সময় এমন হয় যে হঠাৎ করেই কোথাও যাওয়ার পরিকল্পনা হয়ে যায় । চটজলদি মেকআপ করে নিন এইভাবে ৷

Quick Make up Tips News
হঠাৎ প্লানে চটজলদি মেকআপ করতে চান

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 7:35 PM IST

হায়দরাবাদ: অনেক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন আপনাকে দ্রুত রেডি হতে হয় । আপনি বাড়ির বাইরে আছেন, হঠাৎ কোথাও যাওয়ার প্ল্যান হয়ে গেল । এমতাবস্থায় আপনার যদি মেকআপের জন্য ফাউন্ডেশন, না আইলাইনার, না বেস, না কনসিলার, না ব্লাশ বা হাইলাইটার না থাকে, তাহলে আপনি কী করতে পারেন ?

ইমার্জেন্সি মেকআপ কিট আপনার পার্সে রয়েছে ৷ যাতে আপনি শুধু কাজল এবং লিপস্টিক রাখেন । কিছু মহিলা তাদের পার্সে ফেস পাউডারও রাখেন তবে বেশিরভাগ মহিলা তাদের পার্সে এর চেয়ে বেশি কিছু রাখেন না।

তাহলে জেনে নিন, এমন পরিস্থিতিতে যখন আপনার পার্সে কাজল এবং লিপস্টিক ছাড়া আর কিছুই থাকবে না এবং হঠাৎ করেই আপনাকে ঘরের বাইরে দ্রুত মেকআপ করতে হবে ৷

প্রথমে ভেজা ওয়াইপ দিয়ে মুখ পরিষ্কার করুন । যদি ভেজা ওয়াইপ না-থাকলে আপনার রুমালটি একটু ভিজিয়ে আপনার মুখ পরিষ্কার করুন ।

ফেস পাউডার থাকলে মুখে লাগান । না হলে মুখ ভালো করে শুকাতে দিন ।

প্রথমে চোখে কাজল লাগান । এই কাজলের সঙ্গে আই লাইনারও লাগান । আই লাইনার না থাকলে পেন্সিল কাজলের সঙ্গে শার্প উইং লাইনারও খুব সুন্দরভাবে লাগানো যায় ।

এই কাজল দিয়ে ভ্রু শেপ করুন ।

এবার লিপস্টিক লাগান ।

আপনার আঙুলে হালকাভাবে লিপস্টিক ঘষুন এবং বন্ধ চোখ বন্ধ করে উপরে আলতোভাবে লাগিয়ে নিন ।

এটি সমানভাবে প্রয়োগ করার জন্য মনে রাখবেন । কিছু জায়গায় কম এবং কিছু জায়গায় বেশি হওয়া উচিত নয় । লিকুইড লিপস্টিক থাকলে প্রথমে দুই আঙুলের মধ্যে ঘষে নিন । এর পর চোখের উপর লাগান । এভাবে লিপস্টিক দিয়ে আই শ্যাডোর কাজ করবেন ।

একইভাবে গালে হালকা শেডের লিপস্টিক লাগান । খেয়াল রাখবেন এটা যেন বেশি ঘন না হয় । এভাবে লিপস্টিকের সাহায্যে গালে হালকা ব্লাশ দিন । তাহলেই চটজলদি রেডি ৷

আরও পড়ুন:উদ্বেগ থেকে রেহাই পেতে কী কী খাবেন? জেনে নিন বিশদে

ABOUT THE AUTHOR

...view details