হায়দরাবাদ: অনেক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন আপনাকে দ্রুত রেডি হতে হয় । আপনি বাড়ির বাইরে আছেন, হঠাৎ কোথাও যাওয়ার প্ল্যান হয়ে গেল । এমতাবস্থায় আপনার যদি মেকআপের জন্য ফাউন্ডেশন, না আইলাইনার, না বেস, না কনসিলার, না ব্লাশ বা হাইলাইটার না থাকে, তাহলে আপনি কী করতে পারেন ?
ইমার্জেন্সি মেকআপ কিট আপনার পার্সে রয়েছে ৷ যাতে আপনি শুধু কাজল এবং লিপস্টিক রাখেন । কিছু মহিলা তাদের পার্সে ফেস পাউডারও রাখেন তবে বেশিরভাগ মহিলা তাদের পার্সে এর চেয়ে বেশি কিছু রাখেন না।
তাহলে জেনে নিন, এমন পরিস্থিতিতে যখন আপনার পার্সে কাজল এবং লিপস্টিক ছাড়া আর কিছুই থাকবে না এবং হঠাৎ করেই আপনাকে ঘরের বাইরে দ্রুত মেকআপ করতে হবে ৷
প্রথমে ভেজা ওয়াইপ দিয়ে মুখ পরিষ্কার করুন । যদি ভেজা ওয়াইপ না-থাকলে আপনার রুমালটি একটু ভিজিয়ে আপনার মুখ পরিষ্কার করুন ।
ফেস পাউডার থাকলে মুখে লাগান । না হলে মুখ ভালো করে শুকাতে দিন ।
প্রথমে চোখে কাজল লাগান । এই কাজলের সঙ্গে আই লাইনারও লাগান । আই লাইনার না থাকলে পেন্সিল কাজলের সঙ্গে শার্প উইং লাইনারও খুব সুন্দরভাবে লাগানো যায় ।