পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Skin Care Tips: ত্বকের বলিরেখা দূর করতে মেনে চলুন এই ঘরোয়া টিপসগুলি - বয়সের ছাপও পড়তে থাকে

দূষণ ও অনিয়মিত খাবারের ফলে ত্বকে খুব তাড়াতাড়ি বলিরেখা সৃষ্টি হয় । বয়সের ছাপও পড়তে থাকে ৷ জেনে নিন কীভাবে বলিরেখা নিয়ন্ত্রণ করবেন ।

Skin Care News
বলিরেখা দূর করতে এই ঘরোয়া টিপসগুলি মানতে পারেন

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 9:02 AM IST

হায়দরাবাদ:অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে আজকাল খুব দ্রুত ত্বকের বলিরেখা তৈরি হয় ৷ এমনকী ত্বকের যত্ন নিতে বিভিন্ন ধরনের দ্রব্যও আমরা ব্যবহার করি যা ত্বকের জন্য ক্ষতিকর । এর ফলে ত্বক কুঁচকে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায় অনেকটা । তাই বাজারজাত জাতীয় দ্রব্য না কিনে কীভাবে প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নেওয়া যায় তা জেনে নেব । বলিরেখা ও ত্বক ঝুলে যাওয়া একটি সাধারণ সমস্যা । বয়স বাড়তে থাকলেই এই সমস্যা দেখা দেয় । মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় । তবে কিছু ঘরোয়া টোটকা মানলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে । জেনে নিন, ত্বকের বলিরেখা ও টানটান দূর করতে কী কী প্রাকৃতিক উপায়ে ফেসপ্যাক ব্যবহার করা যায় ।

1) সবুজ আপেল ,আলু ও লেবু:হাফ কাপ মতো সবুজ আপেলের পেস্ট ও হাফ কাপ মত আলুর পেস্ট একসঙ্গে মিশিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মুখে লাগিয়ে রাখুন ৷ তারপর মুখ ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন ।

2) অ্যালোভেরা ,টকদই ও শশা: 2 টেবিল চামচ মত অ্যালোভেরা জেল ও 2 টেবিল চামচ মধু, টকদই একসঙ্গে মেশান ৷ এরপর দুই ফোঁটা লেবুর রস মিশিয়ে এক টুকরো শশা দিয়ে ভালো করে মাসাজ করুন এবং কিছুক্ষণ রেখে সেটিকে ধুয়ে ফেলুন । এতে ত্বক হবে উজ্জ্বল ।

3) ডিমের কুসুম ও মধু :ডিম থেকে কুসুমটা আলাদা করে নিয়ে তাতে 2 টেবিল চামচ মধু মিশিয়ে এবং একটু হালকা জল মিশিয়ে পাতলা করে সারা মুখে লাগিয়ে নিন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন ।

4)পাকা কলা, টক দই ও মধু: একটা পাকা কলা ভালো করে মিক্স করে তাতে 2 টেবিল চামচ মধু ও টক দই মিশিয়ে নিন । মিশ্রণটি কুড়ি মিনিট মুখে লাগিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন ।

5) বেসন ও মুসুরির ডাল : মুসুরির ডাল গুড়ো করে তাতে সমপরিমাণ বেসন একসঙ্গে নিয়ে তাতে সামান্য পরিমান জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন তারপর মুখে ভালো করে লাগিয়ে মাসাজ করুন শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন । এতে ত্বক হবে উজ্জ্বল এবং ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করবে ।

আরও পড়ুন:ওজন কমায়, হার্টকে সুস্থ রাখে! ভাজা ছোলা খেলে মেলে একাধিক উপকার

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ABOUT THE AUTHOR

...view details