হায়দরাবাদ: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা জীবনযাত্রার পরিবর্তনের কারণে মুখে ফ্রেকলস হতে পারে । মহিলারা এটি ঢাকতে ব্যয়বহুল মেকআপ পণ্য ব্যবহার করেন । ঘরোয়া উপায়ের সাহায্যে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন । জেনে নিন এই দাগ নিরাময়ের ঘরোয়া উপায়গুলি ৷
তুলসি পাতা ব্যবহার করুন:আপনি যদি ফ্রেকলসের সমস্যায় ভুগে থাকেন তাহলে তুলসি পাতা ব্যবহার করতে পারেন । এর জন্য তুলসি পাতা পিষে তাতে লেবুর রস মিশিয়ে মুখে লাগান । প্রায় 10-15 মিনিট রাখার পরে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
জিরের জল উপকারী:জিরের জল ত্বকের দাগ থেকে মুক্তি পেতে সহায়ক । এই জন্য এক পাত্রে দুই চামচ জিরে ফুটিয়ে গরম হয়ে গেলে ত্বকে লাগান, কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন ।
আলুর রস প্রয়োগ করুন:আলু পেস্ট করে সেই রস মুখে লাগান ৷ কিছুক্ষণ রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন । আপনি যদি এটি নিয়মিত ব্যবহার করেন তবে আপনি ফ্রেকলস থেকে মুক্তি পেতে পারেন ।