হায়দরাবাদ : হিউস্টনের ইউনিভার্সিটি অফ টেক্সাস হেলথ সায়েন্স সেন্টারের গবেষণা বলছে যাঁদের ফ্লু টিকা নেওয়া রয়েছে তাঁদের অ্য়ালঝাইমার রোগের ঝুঁকি কম ৷ 65 বছর বা তার বেশি বয়সি মার্কিন নাগরিকদের বেছে নেওয়া হয়েছিল এই নতুন গবেষণার জন্য (Flu vaccination link to risk of Alzheimers disease)৷
ইউনিভার্সিটির গবেষক আব্রাম এস বুখবিন্ডার বলেন, "আমরা দেখেছি যে বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে ফ্লু ভ্যাকসিনেশন বেশ কয়েক বছর ধরে অ্যালঝাইমার রোগের ঝুঁকি হ্রাস করেছে । একজন ব্যক্তি যত বছর বার্ষিক ফ্লু ভ্যাকসিন গ্রহণ করেন তার এই প্রতিরক্ষামূলক শক্তি ততটাই বৃদ্ধি পায় ।" যাঁরা ধারাবাহিকভাবে ফ্লু ভ্যাকসিন নিয়েছেন তাঁদের এই রোগের ঝুঁকি সবচেয়ে কম ছিল বলেও জানান তিনি ৷ এই গবেষণার জন্য বিশাল বড় একটি স্যাম্পেল সাইজ ব্যবহার করা হয় ৷ যার মধ্যে 9,35,887 জন এমন ছিলেন যাঁরা ভ্যাকসিনেটেড এবং 9,35,887 জন নন ভ্যাকসিনেটেড ৷
চার বছর ধরে চলা এই গবেষণায় দেখা যায়, ফ্লু-টিকা নেওয়া ব্যক্তিদের প্রায় 5.1 শতাংশ অ্যালঝাইমার রোগে আক্রান্ত হয়েছেন । অন্যদিকে নন ভ্যাকসিনেটেড ব্যক্তিদের 8.5 শতাংশ এই রোগে আক্রান্ত হয়েছেন । বুখবিন্ডার এবং তার সহযোগীদের মতে ফলাফলগুলি এই রোগের বিরুদ্ধে ফ্লু ভ্যাকসিনের শক্তিশালী প্রতিরক্ষামূলক প্রভাবকে চিহ্নিত করে। তবে এই নিয়ে আরও অধ্যয়নের প্রয়োজন ।