হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর : মাস্ক পরে শারীরিক কসরতে শরীরের তাপমাত্রা (Body Temperature) বা হৃদস্পন্দনের (Heart Rate) গতি বাড়ে না ৷ 4 ধরনের মাস্ক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর এমনই জানাচ্ছেন কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের (University of Connecticut) গবেষকরা ৷ এই চার ধরনের মাস্ক হল সার্জিক্যাল মাস্ক (surgical mask), এন 95 রেসপিরেটর (N95 respirator), নাক থেকে মুখ, গলা, ঘাড় ঢেকে রাখা কাপড় (gaiter), স্পোর্টস মাস্ক (sport mask) ৷ তাঁরা জানাচ্ছেন, মাস্ক ছাড়া অবস্থায় শরীরচর্চা করার সময় আর এই ধরনের মাস্কগুলি পরে করার সময়ে শরীরে তাপমাত্রার তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয় না ৷ এই গবেষণা সম্প্রতি স্পোর্টস হেলথ জার্নালে (Sports Health Journal) প্রকাশিত হয়েছে ৷
এই গবেষণায় যাঁরা অংশগ্রহণ করেছিলেন, তাঁরা 60 মিনিট ধরে হেঁটেছেন বা জগিং করেছেন ৷ এই সময় চারপাশের তাপমাত্রা 90 ডিগ্রি ফারেনহাইটের আশপাশে ছিল ৷ স্পোর্টস সেফটি-র (Sport Safety) ডিরেকটর আয়ামি ইয়োশিহারা (Ayami Yoshihara) বলেন, "এই গবেষণার আগে, কেউ জানত না গরমের মধ্যে মাস্ক পরে শরীরচর্চা করলে আলাদা করে কোনও তাপমাত্রা উৎপন্ন হবে কি না ৷ আমরা জানতাম মাস্ক কোভিড-19-এর সংক্রমণ রুখতে পারে ৷ কিন্তু এটা জানতাম না মাস্ক পরে শরীরচর্চা করলে কেমন হতে পারে ৷ যখন শরীরে এমনিতেই তাপমাত্রা বাড়ছে ৷"
আরও পড়ুন : Sukhibhava : ফুসফুসে করোনাভাইরাসের সংখ্যা বৃদ্ধিই কোভিড-19-এ মৃত্যুর কারণ, জানাচ্ছে গবেষণা