লন্ডন: এখনকার প্রায় সব শিশুই ছোট থেকে মোবাইল, টিভি ও কম্পিউটার-সহ অন্যান্য এই জাতীয় ডিভাইস বেশি দেখে ৷ একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যে সমস্ত বাচ্চারা বেশিক্ষণ ধরে এই সকল ডিভাইস দেখে তাদের শিক্ষাগত কর্মক্ষমতা ও দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় যুক্তিগত দক্ষতা দুর্বল হওয়ার সম্ভবনা রয়েছে ৷
ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডের সমীক্ষায় দেখা গিয়েছে, যে সমস্ত বাচ্চাদের সামগ্রিক খাদ্যের গুণমান উন্নত হয়েছে ও রেড মিট খাওয়া কমেছে , একইসঙ্গে পড়াশোনা ও খেলাধূলায় যারা বেশি সময় দিয়েছে সেই সব বাচ্চাদের যুক্তি দিয়ে চিন্তা করার দক্ষতাও বৃদ্ধি পেয়েছে ৷ অন্যদিকে, যারা কম্পিউটারে সময় বেশি দিচ্ছে ও অবসর সময়ে কোনওরকম শারীরিক কার্যকলাপ করছে না, তাদের চিন্তাশক্তিও কমে যাচ্ছে ।
ভার্সিটি থেকে এক গবেষক সেহরিশ নাভিদের কথায়, "স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে যুক্ত শিশুদের জ্ঞানের বিকাশ অন্য শিশুদের তুলনায় বেশি ৷ খাদ্যের উন্নত গুণমান, রেড মিটের কম ব্যবহার ও উচ্চতর চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খাওয়ার সঙ্গে এই চিন্তাশক্তি বৃদ্ধির সম্পর্ক রয়েছে ৷"