পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Effects of COVID on Brain : মস্তিষ্কে বড় প্রভাব ফেলতে পারে করোনার সামান্য সংক্রমণও : গবেষণা - long covid symptoms

করোনার সামান্য সংক্রমণেও মস্তিষ্কে পরতে পারে খারাপ প্রভাব, এমনটাই বলছে সাম্প্রতিক গবেষণা ( Mild COVID can Shrink Brain Regions) ৷

COVID on Brain
মস্তিষ্কে বড় প্রভাব ফেলতে পারে করোনার সামান্য সংক্রমণও : গবেষণা

By

Published : Mar 9, 2022, 8:59 PM IST

হায়দরাবাদ : গুরুতর করোনা আক্রান্তদের ক্ষেত্রে আগেই মস্তিষ্ক অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছে ৷ তবে এখন নতুন একটি গবেষণা বলছে হালকা সংক্রমণের ক্ষেত্রেও বড় প্রভাব পড়তে পারে মস্তিষ্কে ( Mild COVID can Shrink Brain Regions)৷ কারণ হালকা সংক্রমণেও বিভিন্ন টিস্যুগুলি ক্ষতিগ্রস্থ হয় ৷ বিশেষত ঘ্রাণের সঙ্গে যুক্ত মস্তিকের বিভিন্ন অংশগুলি ভয়ানক ক্ষতিগ্রস্থ হতে পারে ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হালকা সার্স কোভ-2 সংক্রমণের সাড়ে চার মাস পর গড়ে 51-81 বছর বয়সি 785 জন মানুষের মস্তিষ্কে পরিবর্তন ঘটতে দেখেছেন ।

'নেচার' পত্রিকায় প্রকাশিত এই গবেষণা অনুযায়ী গন্ধের সঙ্গে যুক্ত মস্তিষ্কের বিভিন্ন অংশগুলিতে (অরবিফ্রন্টাল কর্টেক্স এবং প্যারাহিপ্পোক্যাম্পাল গাইরাস) গ্রে ম্যাটারের পুরুত্ব অনেকখানি হ্রাস পেয়েছে এই সংক্রমণের পর ৷ শুধু তাই নয় কোভিড আক্রান্তদের ক্ষেত্রে প্রাইমারি ওলফ্য়াক্টরি কর্টেক্সের (গন্ধের সঙ্গে যুক্ত একটি অঞ্চল ) সঙ্গে সংযুক্ত অঞ্চলগুলিতে মস্তিস্কের আকার হ্রাস পেতেও দেখা গিয়েছে ৷ দেখা গিয়েছে সাধারণের তুলনায় আক্রান্তদের 0.2 থেকে 2 শতাংশ অতিরিক্ত পরিবর্তন হয়েছে সংক্রমণের প্রভাবে ।

প্রধান লেখক অধ্যাপক গোয়েনেল ডাউড বলেন, "আমাদের 96 শতাংশ অংশগ্রহণকারীদের মধ্যে সংক্রমণ হালকা হওয়া সত্ত্বেও, আমরা গ্রে ম্যাটারের পরিমাণে একটি বৃহত্তর ক্ষতি এবং টিস্যুর ক্ষতি দেখেছি ৷" গবেষকরা কোভিড আক্রান্ত হওয়ার আগে এবং পরে 38 মাসের ব্য়বধানে অংশগ্রহণকারী মস্তিষ্ক স্ক্যান করে এই পরীক্ষা করেন ৷ একইসঙ্গে জ্ঞানের পরীক্ষাও করা হয়েছিল ৷ দেখা গিয়েছে অংশ গ্রহণকারীদের মধ্যে অনেকেরই জ্ঞান হ্রাস হয়েছে ৷

আরও পড়ুন :কিডনির সমস্য়ার ঝুঁকি অনেক বেশি মহিলাদের! দেখুন কী করবেন, কী করবেন না

দলটি আলাদাভাবে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদেরও পরীক্ষা করেছিল ৷ যাতে তাঁরা বুঝতে পারেন শুধু কোভিডের কারণেই এধরণের ক্ষতি হচ্ছে কি না ৷ সেক্ষেত্রেও দেখা গিয়েছে এর পিছনে রয়েছে শুধুই কোভিড, কোনও জেনেরিক রোগ নয় ৷ সাধারণত বয়স্কদের ক্ষেত্রে কোভিডের প্রভাব আরও খারাপ হয়েছে ৷ যদিও ডাউডের মতে এই প্রভাব ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী তা জানতে আরও গবেষণা দরকার ৷

ABOUT THE AUTHOR

...view details