হায়দরাবাদ: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল ধূসর হয়ে যাওয়া সাধারণ ব্যাপার ৷ কিন্তু আজকাল অল্প বয়সেই চুল সাদা হওয়ার সমস্যায় পড়তে হয় । এমন পরিস্থিতিতে চুল কালো করতে অনেকেই দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন ৷ কিন্তু এতে থাকা রাসায়নিক চুলের আরও বেশি ক্ষতি করে । এই পরিস্থিতিতে আজ আমরা আপনাদের বলব কিছু কার্যকরী প্রাকৃতিক রঙের কথা । যার সাহায্যে আপনি চুল সাদা হওয়া রোধ করতে পারবেন ।
কফি পাউডার:প্রাকৃতিকভাবে চুল কালো করতে কফি ব্যবহার করতে পারেন । এর জন্য জল কফি পাউডার মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন । এবার চুলে লাগান ৷ কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন ।
পেঁয়াজের রস:চুল কালো করতে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন । চুলে পেঁয়াজের পেস্ট লাগিয়ে আধ ঘণ্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন ।
বিটরুট রস: বিটরুটের টুকরোগুলি জলে ফুটিয়ে নিন । এবার তা হালকা গরম করে চুলে লাগিয়ে এক ঘণ্টা পর জল দিয়ে ধুয়ে ফেলুন । বিটের রস আপনার চুলে প্রাকৃতিক রং দিতে কার্যকরী ।