পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

White Flour: বেশি পরিমাণে সাদা ময়দা খাওয়া শরীরের জন্য ক্ষতিকর - Too Much White Flour Eating Harmful

মিহি আটার তৈরি জিনিস যেমন পিৎজা থেকে শুরু করে নুডুলস বা সামোসা ইত্যাদি মানুষ খুব উৎসাহের সাথে খায় । এগুলো খেতে খুবই সুস্বাদু হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । আপনিও যদি এই জিনিসগুলি নিয়মিত সেবন করেন তবে আপনি অনেক রোগের শিকার হতে পারেন (Too Much White Flour Eating Harmful)।

White Flour News
বেশি পরিমাণে সাদা ময়দা খাওয়া শরীরের জন্য ক্ষতিকর

By

Published : Feb 15, 2023, 4:02 PM IST

Updated : Feb 15, 2023, 4:07 PM IST

হায়দরাবাদ: অতিরিক্ত ময়দা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর । সাধারণত অনেক মানুষ ব্রেকফাস্টে সাদা ময়দার তৈরি কচুরি থেকে শুরু করে সিঙারা, পরোটা, নান ইত্যাদি খেতে পছন্দ করেন । শুধু তাই নয়, পিৎজা থেকে শুরু করে কুলচাতেও ময়দা ব্যবহার করা হয় । এগুলি খেতে সুস্বাদু হলেও আমাদের স্বাস্থ্যের উপর কুপ্রভাব ফেলে (Over Consumption of white flour is bad for health ) । কী কী ক্ষতি হতে পারে ?

1) ডায়াবেটিসের ঝুঁকি: সাদা ময়দার মধ্যে বেশি পরিমাণে গ্লাইসেমিক ইনডেক্স পাওয়া যায়, যার কারণে শরীরে চিনির মাত্রা দ্রুত বাড়তে পারে । আপনি যদি অতিরিক্ত পরিমাণে ময়দা খান তবে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে । অতএব মধুমেহর সমস্যা আছে এমন কারও বেশি পরিমাণে সাদা ময়দা খাওয়া কোনওভাবেই উচিত নয়।

2) কোলেস্টেরল বাড়ায়:ময়দাকে সাদা বিষও বলা হয় । আপনি যদি সাদাা ময়দার তৈরি অনেক কিছু খান তবে আপনি অনেক রোগে আক্রান্ত হতে পারেন । এর ফলে শরীরে খারাপ কোলেস্টেরলও বাড়ে । এর ফলে ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ ইত্যাদি সমস্যা হতে পারে ।

3) অ্যাসিডিটির সমস্যা: আপনি যদি ময়দার তৈরি জিনিস অতিরিক্ত পরিমাণে খেতে ভালোবাসেন তাহলে সেটি আপনার অ্যাসিডিটির কারণ হতে পারে । ময়দা অন্ত্রের জন্য খুবই ক্ষতিকর । এতে ফাইবার থাকে না, যার কারণে বদহজমের সমস্যা হয় ।

4) খাদ্য এলার্জি: ময়দাতে ফাইবারের অভাবের কারণে এটি হজম হতে অনেক সময় লাগে এবং এটি আপনার পেটের ভিতরে খাবারের অ্যালার্জির কারণ হতে পারে ।

5) হাড় দুর্বল করে:ময়দা স্বাস্থ্যের জন্য বিষ হিসেবে কাজ করে । আসলে, ময়দায় প্রায় কোনও প্রোটিন নেই । যার কারণে এটি অ্যাসিডিক হয়ে যায়, যা হাড় থেকে ক্যালসিয়াম শোষণ করে । বেশি পরিমাণে ময়দা সেবন করলে তা হাড়ের জন্য ক্ষতিকর ।

আরও পড়ুন:অ্যালোভেরাতেই কমবে ওজন, কীভাবে জেনে নিন

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে ৷ আপনার কোন প্রশ্ন থাকলে সর্বদা আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন) ।

Last Updated : Feb 15, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details