হায়দরাবাদ:মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট কার না-পছন্দের । সুস্বাদু এই খাবার পুজোর কোনও একটা দিন দুপুরে বানিয়ে ফেললে মন্দ বৈকি ৷ পুজো মানেই বাইরে বেরোনো আর খাওয়া দাওয়া ৷ তবে আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই খাওয়া দাওয়া করা দরকার ৷ রাতে ও সন্ধ্যায় বাইরে বেরিয়ে ভাজাভুজি খাওয়া হয় সকলেরই ৷ তাই পুজোর সময় বাড়িতেই বানিয়ে ফেলুন হালকা খাবার (Durga Puja Recipe) ৷ দুপুরের খাবারে রাখুন একটু হালকা কিছু ৷ আপনাদের জন্য থাকছে মুড়িঘন্টের সহজ একটি রেসিপি । আসুন তাহলে দেরি না করে দেখে নিন কীভাবে তৈরি করবেন এই রেসিপি ।
উপকরণ:
চাল 250 গ্রাম ভিজিয়ে শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে ৷
বড় কাতলা বা রুইমাছের মাথা 1টা,
জিরে গুড়ো
পেঁয়াজ কুচি আধা কাপ
আদা বাটা 1চা চামচ
জিরে বাটা 1চা চামচ