হায়দরাবাদ: আমরা প্রায়শই উপহার হিসাবে গোলাপের তোড়া পেয়ে থাকি ৷ কিন্তু ইচ্ছা না থাকলেও শুকিয়ে যাওয়ার পর তা ফেলে দেওয়া ছাড়া কিছু করার থাকে না ৷ তবে চাইলে এই গোলাপগুলি নিয়ে আপনার বাগানে লাগাতে পারেন ৷ কিছু পদ্ধতি মেনে চললে সেগুলি থেকে গাছ হতে পারে ৷ দেখবেন তখন শুকনো গোলাপই আপনার বাগান গাছে গাছে ভরিয়ে দেবে ৷ রইল সেই পদ্ধতি, যা মেনে চললে উপহারের গোলাপ থেকেই গাছ তৈরি করতে পারবেন ৷
প্রথম পদ্ধতি :
উপহার পাওয়া গোলাপের তোড়া সরাসরি মাটিতে বসানোর জন্য উপযুক্ত নয় ৷ মাটিতে বসানোর মতো উপযুক্ত করে তুলতে হলে আপনাকে কয়েকটি জিনিস করতে হবে । প্রথমে যা করতে হবে তা হল, গোলাপের গায়ে থাকা অতিরিক্ত পাতা কেটে ফেলা ৷ যে পাতাগুলি শুকিয়ে যাচ্ছে বা হলুদ হয়ে রয়েছে সেগুলি অবশ্যই কেটে ফেলুন ৷ এরপর কাণ্ডটি একটু কেটে ছোট করে নিন ৷ 45-ডিগ্রি কোণ করে কাটুন ৷
দ্বিতীয় পদ্ধতি :