হায়দরাবাদ: আজ মহাপঞ্চমী ৷ আগামিকাল অর্থাৎ, মহাষষ্ঠীতে দেবীর বোধনের আগে চলছে আপামর বাঙালির শেষমুহূর্তের কেনাকাটা ৷ যা শেষ হয়েও যেন শেষ হওয়ার নয় ৷ পুজোয় সুন্দর হয়ে ওঠার জন্য মানানসই পোশাক অত্যন্ত প্রয়োজন ৷ তাই পুজোর প্রাক্কালে শেষমুহূর্তের শপিংয়ে সেরা পোশাক বেছে নেওয়ার আপ্রাণ প্রয়াস ৷ কারণ আপনাকে পোশাকে চমক আনতেই হবে, যাতে আপনাকে সুন্দর ও স্টাইলিশ লাগে ৷ তাই আপনি কী কী পোশাক পরতে পারেন, তা নিয়ে শেষ মূহুর্তে রইল কিছু টিপস ৷ রইল কিছু পোশাকের বর্ণনা যেটিতে আপনিও হতে পারেন সুন্দর(Durga Puja Fashion 2022) ৷
1) শাড়ি:প্রথমেই বলা হয় শাড়িতেই নারী ৷ বাঙালির পোশাকে শাড়ি অনেকটা জায়গা জুড়ে রয়েছে ৷ বাঙালির পুজোর কেনাকাটিতে শাড়ি থাকবে না, তা হতেই পারে না । কিন্তু একঘেয়ে তাঁত কিংবা সিল্ক ছেড়ে এবার মন দিন অন্য দিকে । কারণ বর্তমানে ফ্যাশনে ইন হ্যান্ডলুম । থ্রি কোয়ার্টার কিংবা স্লিভলেস ব্লাউজের সঙ্গে পরে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে চিনতে পারবেন না আপনি । এছাড়াও আপনি সিফন শাড়ি দিয়ে নিজেকে মোহময়ী করে তুলতে পারেন ৷
2) ওয়ান পিস ড্রেস: ওয়ান পিসের বাজার এখন রমরমা ৷ অন্য সারাবছরই জিন্স, টপ প্রায় পড়েই থাকি ৷ পুজোর সময় একটু অন্যরকম দেখতেই লাগে ৷ একঘেয়ে পোশাকের ক্লান্তি কাটিয়ে ট্রেন্ডি হয়ে ওঠার জন্য ওয়ান পিসের কোনও বিকল্প হয় না ।